মোংলায় দারুল আমীন নূরানী মাদ্রাসার শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০৮:৩৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
- / ৩৪১ ৫০০০.০ বার পাঠক
মোংলায় ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক শিক্ষা অনুশীলনের মাধ্যমে সৎ,যোগ্য, সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক গঠনের লক্ষে চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী (ফায়ার সার্ভিস সংলগ্ন) দারুল আমীন নূরাণী মাদরাসা ১লা জানুয়ারী ২০২৪ ইং তারিখ সোমবার সকাল সাড়ে ১১টায় শুভ উদ্বোধন করা হয়। উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মোংলা বন্দর বহুমুখী কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মোজাম্মিল হক, মোংলা বাজার মসজিদের ইমাম মাওলানা তৈয়েবুর রহমান,মাওলানা আব্দুল আজিজ, মোংলা বন্দর বহুমুখী কওমী মাদ্রাসার সেক্রেটারি ডা. লুৎফুল আলম বাবুল, চালনা বন্দর ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, দারুল আমীন নুরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলমসহ অন্যান্য আলেমগন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, ইকরা নূরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মো: ইসমাইল হোসেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, দারুল আমীন নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ইউসুফ ইকবাল। এ সময় উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ইউসুফ ইকবাল বলেন, আপনার সন্তানকে সুশিক্ষিত ও আদর্শবান গড়ে তুলতে আমরা নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি নিচ্ছি। নূরানী তালিমুল কুরআন বোর্ড খুলনা বাংলাদেশের শিক্ষা ক্রমের অনুস্মরণে পরিচালিত এবং বিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী ধারা নিবিড় তত্ত্বাবধান ও পাঠদান করা হয়। পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।