ভোট বর্জন করতে তৎপর সাতক্ষীরা জেলা যুবদল
- আপডেট টাইম : ০৮:৩৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ১২০ ৫০০০.০ বার পাঠক
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন আক্ষাদিয়ে,ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুবদলের পক্ষ থেকে লিফলেট বিতরন।উক্ত লিফলেট বিতরনে সরজমিনে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা যুবদলের
সভাপতি আবু জাহিদ ডাবলু ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর বেলা দশটা থেকে বিরতিহীন ভাবে, সাতক্ষীরা জেলা শহরের বেশ কয়েকটি রোড প্রদক্ষিন করে এ লিফলেট বিতরন ও বিভিন্ন কর্মসুচী পালন করেন।
এসময় সাতক্ষীরা জেলা যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু বলেন,সরকারের এমন পাতানো নির্বাচন ও লোক দেখানো নির্বাচনে দেশের জনগন ভোট দিতে কেন্দ্রে যাবেনা।বড় বড় রাজনৈতিক দলগুলো ও দলের সকল নেতাকর্মী সমর্থক আমজনতা রা সরাসরি এ প্রহসনের নির্বাচন বর্জন করুন।আপনাদের প্রতি বাংলাদেশ যুবদলের পক্ষ থেকে অনুরোধ আহবান ও প্রানের আকুতি।ভোটারদের সদয় অনগতির জন্য জানানো যাইতাছে যে, দেশের ভোটারাধীকার ও জনগনের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে এগিয়ে আসুন আপনিও।
এই সোনার দেশ চাই,দেশের মানুষের অধিকার চাই,ভোটারাধীকার চাই,শিক্ষা চাই,অন্ন বস্ত্র বাসস্থান চাই,নিত্তপ্রয়োজনীয় দব্যমুল্য ক্রয়ক্ষমতার আওতায় আনা হোক এটাই চাই,মসজিদ মাদ্রসা মন্দীর গীর্জা ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নির্বিঘ্নতায় যার যার ধর্ম প্রচারের স্বাধীনতা চাই।টাউট বাটপার মাদকাসক্ত মাদককারবারী দালাল মুক্ত বাংলাদেশ চাই।নিরাপেক্ষ সরকারের অধীনে,অবাধ সুষ্ঠু নিরাপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্যদিয়ে জনগনের সরকার গঠিত হোক এটাই চাই,বাংলাদেশ যুবদল সাতক্ষীরা জেলা শাখা।