মোংলা-রামপালে ঈগল প্রতীকের প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট টাইম : ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৪৩ ৫০০০.০ বার পাঠক
মোংলা – রামপালে ঈগল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলা ও প্রচার প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে মোংলা প্রেসক্লাবে(২৪ ডিসেম্বর) রবিবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেন, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার। তার প্রতিদ্বন্দ্বী মোংলা -রামপাল বাগেরহাট-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নৌকা প্রতীকের নেতাকর্মীরা নির্বাচনের পরিবেশ চরমভাবে লংঘন করছেন। নৌকার লোকজন প্রতিনিয়ত নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে ঈগলের পোস্টার ছিঁড়ে ফেলা, নেতাকর্মী ও সমর্থকদের নানা ভাবে হুমকি ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন, নানা ধরনের মিথ্যা অপপ্রচার, কুৎসাত রটানো সহ বিভিন্ন অরাজকতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন পরিস্থিতির শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। এসব বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে বন্ধ করা না হলে নির্বাচন ও ভোট অনুষ্ঠান নিয়ে নানা সংশয় দেখা দিবে বলে এ প্রার্থী মনে করেন। আর আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীদের কোন বাধা না থাকায় মনোনয়ন না পেয়ে ঈগল প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার। এই দুই প্রার্থীর প্রচারণা ও জনসংযোগ চাঙ্গা রয়েছে ভোটের মাঠে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত সভা, সমাবেশ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছেন তারা। কিন্তু নৌকা প্রতীকের কর্মীদের হুমকি ধামকির ভয়ে ভোট চাইতে পারছেন না বলে অভিযোগ রয়েছে তাদের। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার এই বিষয়গুলি প্রশাসনকে জানানো হলেও প্রশাসন এখনো কোন পদক্ষেপ নেননি। উক্ত সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা ভাইস- চেয়ারম্যান মো: ইকবাল হোসেন, সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম ইজারাদার, মিঠাখালি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার মন্ডল, বুড়ির ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর, জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল সিকদার, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো: সরোয়ার হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা বলেন, গত ২৩ ডিসেম্বর শনিবার মাগরিবের নামাজের পর মোংলার বৈদ্যোমারি বাজারে একদল ক্যাডার বাহিনী এসে ঈগল প্রতীকের পোস্টার ছিড়ে ফেলে। এ সময় নৌকা প্রতীকের ক্যাডার বাহিনী সেখানে নেতাকর্মীদের নানাভাবে গালিগালাজসহ হুমকি ধামকি দেয়। তারা আরো বলেন, নৌকা প্রতীকের প্রার্থী বেগম হাবিবুর নাহারের স্বামী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রতীক বরাদ্দ করার পরও সরাসরি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে মোংলা – রামপালে এসে বিভিন্ন গণসংযোগ সহ সভা সমাবেশে যোগ দিচ্ছেন ও নানা কৌশলে তার স্ত্রীর নৌকা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনও নির্বাচন কমিশনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার।