প্রথমবারের মতো বরিশালের নারীরা ফুটবল খেলবে
- আপডেট টাইম : ০৮:১৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ৩৮২ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রথমবারের মতো জাতীয় ওমেন্স ফুটবল লিগে অংশ নিতে যাচ্ছেন বরিশালের নারী খেলোয়াড়রা। ওমেন্স লিগে ‘কীর্তনখোলা এফসি’র ব্যানারে খেলবেন বরিশালের নারী ফুটবলাররা। লিগে অংশ নিতে তারা যথাযথ প্রস্তুতি নিচ্ছেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, এবারের ওমেন্স লিগে অংশগ্রহণের জন্য ১৬টি দল আবেদন করেছে। এ তালিকায় বরিশাল বিভাগের কীর্তনখোলা এফসিও রয়েছে। কীর্তনখোলা এফসি ক্লাবের সভাপতি ডাঃ মোঃ ফরিদ হোসেন বলেন, আমরা দল প্রস্তুত করে অনুশীলন শুরু করে দিয়েছি। ইতোমধ্যে বাংলাদেশে ফুটবল ফেডারেশনকে চিঠি দেয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, আমরা বরিশাল থেকে একটি টিমের চিঠি পেয়েছি। খুব শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে কীর্তনখোলা এফসির পথচলা শুরু হয়। বিগত দিনে সীমিত পরিসরে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে ক্লাবটি। ওমেন্স লিগের মধ্যদিয়ে বড় কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে বরিশালের এ ক্লাবটি।