বড়দিনে প্রিমিয়ার লিগে শীর্ষে থাকলে যা হয়
- আপডেট টাইম : ০৯:২২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১৬৭ ৫০০০.০ বার পাঠক
প্রিমিয়ার লিগে শীর্ষে আছে লিভারপুল
প্রিমিয়ার লিগে শীর্ষে আছে লিভারপুলএএফপি
বড়দিন ও প্রিমিয়ার লিগের অদ্ভুত এক সম্পর্ক। প্রচলিত ধারণা, কোনো দল যদি বড়দিনের সময় পয়েন্ট তালিকার শীর্ষে থাকে, তবে সেই দলের শিরোপা জয়ের সম্ভাবনা অনেক বেশি; যদিও এ ধারণা সব সময় সত্য হয় না। বড়দিনে লিগে শীর্ষে থাকা দল সব সময় শিরোপা জেতেনি।
মূলত সাম্প্রতিক অতীতে বেশির ভাগ সময় বড়দিনে শীর্ষে থাকা দল শিরোপা জেতায় এ ধারণা ফুটবলপ্রেমীদের মনে গেঁথে বসেছে। যেমন গত ১৪ মৌসুমের মধ্যে ১০ বারই ২৫ ডিসেম্বর শীর্ষে থাকা দলটি শিরোপা জিতেছে। তবে সামগ্রিকভাবে ১৯৯২ সালে শুরু হওয়া প্রিমিয়ার লিগের বর্তমান সংস্করণে এ ঘটনা ঘটেছে ৩২ বারের মধ্যে ১৬ বার। অর্থাৎ প্রিমিয়ার লিগ ইতিহাসে ৫০ শতাংশ সময়ে বড়দিনে শীর্ষে থাকা দলটি মৌসুম শেষে ট্রফি ঘরে তুলেছে।
তবে প্রিমিয়ার লিগে শুরুর দিকে এ ঘটনা খুব বেশি দেখা যায়নি। প্রথম ৮ আসরে মাত্র ২ বার এ ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নভাবে এ ঘটনা দেখা যাওয়ার পর ২০০৪–০৫, ২০০৫–০৬ ও ২০০৬–০৭ মৌসুমে টানা ৩ বার বড়দিনে শীর্ষে থাকা দল শিরোপা জেতে। পরবর্তী সময়ে ২০০৯–১০ থেকে ২০১২–১৩ পর্যন্ত এ ঘটনা ঘটেছে টানা চারবার। ২০১৫–১৬ থেকে ২০১৭–১৮ পর্যন্ত আবার টানা তিনবার শিরোপা জিতেছে শীর্ষে থাকা দলটি। তবে শেষ ৫ বারের মধ্যে মাত্র ২ বার বড়দিনে শীর্ষে থাকা দল শেষ পর্যন্ত লিগ শিরোপা ঘরে তুলতে পেরেছে।
বড়দিনে শীর্ষে থাকার সুযোগ আছে অ্যাস্টন ভিলার
বড়দিনে শীর্ষে থাকার সুযোগ আছে অ্যাস্টন ভিলারএক্স
শেষ তথ্যটি হয়তো কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে লিভারপুলের সমর্থকদের। কারণ, শেষ ৫ বারের ৩ বারই বড়দিনের সময় শীর্ষে ছিল লিভারপুল। কিন্তু তারা ট্রফি ঘরে তুলতে পেরেছে মাত্র একবার। বাকি দুবার তাদের টপকে শেষ পর্যন্ত শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি, এমনকি শেষ ১৫ বারের মধ্যে কেবল ৫ বার বড়দিনে শীর্ষে থাকা দল শিরোপা জেতেনি; যেখানে চারবারই দলটির নাম লিভারপুল।