দুদক মহাপরিচালক মফিজুর রহমান আর নেই

- আপডেট টাইম : ০৮:১৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ৪৪০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) লিগ্যাল প্রসিকিউশন শাখার মহাপরিচালক মো. মফিজুর রহমান ভূঞা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ মার্চ) রাত দেড়টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
মফিজুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এক শোকবার্তায় দুদক চেয়ারম্যান বলেন, মো. মফিজুর রহমান ভূঞার মৃত্যুতে দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ একজন অকৃত্রিম স্বজন হারিয়েছে। তিনি ছিলেন সততা, নিষ্ঠা, মেধা ও মননশীলতার অনুপম দৃষ্টান্ত। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্বপালন কালে তার কর্মনিষ্ঠা, প্রজ্ঞা ও সততার প্রত্যক্ষ করার সুযোগ আমার হয়েছে।
দুদক চেয়ারম্যান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আল-আমিন তাকে যেন জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।
এ সময় দুদক চেয়ারম্যান মৃতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, জীবনের এই চরম দুঃসময়ে ধৈর্য ধারণ করে শোক কাটিয়ে ওঠার শক্তি যেন মহান আল্লাহ তাদের দান করেন।