ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত ইউওনওর মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত ১৪ ডিসেম্বর,
- আপডেট টাইম : ০৮:৪৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
- / ১১১ ৫০০০.০ বার পাঠক
ভৈরবে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এ কে এম মত বিনিময় ও পরিচিতি সভা করেছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় ভৈরবে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মাদক,চুরি, ছিনতাই, ভেজাল মসলা,নিষিদ্ধ পলিথিন, কয়েলসহ নানা অপরাধ ও অনিয়মের কথা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এসএম বাকি বিল্লাহ, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, বাংলা টিভির ভৈরব- কুলিয়ারচর প্রতিনিধি এম আর সোহেল , বিএমইউজে ভৈরব শাখার সভাপতি , জিটিভি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার ভৈরব প্রতিনিধি এম এ হালিম, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহান রহমান , দৈনিক সময়ের কন্ঠ পত্রিকা মোঃ জামাল উদ্দিন। পরে উপজেলা নির্বাহী এসব বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।