ইবি কর্মকর্তা সমিতির সভাপতি টিপু, সম্পাদক মুকুট
- আপডেট টাইম : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৩৫ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মকর্তা সমিতি নির্বাচন ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন মোঃ টিপু সুলতান ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ ওয়ালিদ হাসান মুকুট । তাদের প্রাপ্ত ভোট যথাক্রমে ২৭৪ এবং ২৭৯ ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় ভোট গ্রহণ শুরু হয় এবং শেষ হয় দুপুর ৩ ঘটিকায়। পরবর্তীতে রাত সাড়ে ১১ টার দিকে ভোট গণনা শেষে, বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
অন্যান্য পদে বিজয়ীরা হলেন– সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন স্বপন এবং বাবুল হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সফিউল ইসলাম খাঁন, কোষাধ্যক্ষ মোঃ হুসাইন, দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা সম্পাদক সুলতানা পারভীন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মোঃ মশিউর রহমান টোকন বিজয়ী হয়েছেন।
এছাড়াও সদস্য পদে বিজয়ী – অশোক চন্দ্র বিশ্বাস, চিকিৎসা কেন্দ্র, মো: অনিচুর রহমান (অনিচ), মোঃ ওলিউর রহমান (সেতু), মো: মিরাজুল ইসলাম মিরাজ, আব্রাহাম লিংকন এবং জে. এম ইলিয়াস।