বঙ্গবন্ধু’র ‘জনগন এঁর পুলিশ’ হওয়া’র প্রত্যয়ে প্রতিটি পুলিশ সদস্য প্রতিজ্ঞাবদ্ধ, বল্লো আইজিপি
- আপডেট টাইম : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১৪৮ ৫০০০.০ বার পাঠক
সূএ তথ্য মতে জানায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বল্লো – বঙ্গবন্ধু’র ‘জনগন – এঁর – পুলিশ’ হওয়ার প্রত্যয়ে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশ – এঁর – আইন-শৃঙ্খলা রক্ষা’র পাশাপাশি পুলিশ জনগন – এঁর – সেবা’য় মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে। পুলিশ ব্লাড ব্যাংক যার প্রকৃষ্ঠ উদাহরন। তিনি গতোকাল মঙ্গলবার ১২/১২/২০২৩ ইং তারিখ দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স – এঁর – এসআই শিরু মিয়া মিলনায়তনে পুলিশ ব্লাড ব্যাংক – এঁর – ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা’য় উক্ত কথা বলে, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) – এঁর – সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলো – বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় – এঁর – উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আজীবন রক্তদাতাদের মধ্যে’য় অনুভূতি ব্যক্ত করে – ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মাকসুদা লিমা এবং পুলিশ ব্লাড ব্যাংকে ৩৮ বার রক্তদাতা রাজারবাগ পুলিশ টেলিকম – এঁর – অফিস সহকারী মোঃ নুরুল ইসলাম। আইজিপি আরো বলে – পুলিশ সদস্য’রা মুক্তিযুদ্ধ – এঁর – সময় জাতির পিতা’র আহ্বানে যেভাবে জীবন উৎসর্গ করেছে, তেমনি আইন-শৃঙ্খলা রক্ষায়’য়ো তারা প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে কুন্ঠাবোধ করে না। তিনি বলে – পুলিশ ব্লাড ব্যাংক কোভিড – এঁর – সময় ৫ হাজার ১০০ ব্যাগ প্লাজমা দিয়েছে, যা একটি অনন্য রেকর্ড।
তিনি বলে – পুলিশ সদস্যরা ব্লাড ব্যাংকে নিজের রক্ত দিয়ে সাধারন মানুষ – এঁর – জীবন রক্ষা’য় বদ্ধ’পরিকর। উক্ত ব্লাড ব্যাংক থেকে এখন পর্যন্ত ৭০ হাজার ব্যাগ রক্ত দেয়া হয়েছে। আগামী দিনেও উক্ত সেবা অব্যাহতো থাকবে। পুলিশ প্রধান আরো বলে – করোনা’র চরম বিপর্যয়’কালে নিজের জীবন বাজি রেখে পুলিশ জনগন – এঁর – পাশে দাঁড়িয়েছে। তিনি বলে – সাধারনত সন্তান মাকে -বাবাকে ছেড়ে চলে যেতে দেখা যায়। কিন্তু মা – বাবা সন্তানকে ছেড়ে চলে যাওয়ার ঘটনা সচরাচর দেখা যায় না, করোনাকালে মা – বাবা সন্তানকে ফেলে চলে যাওয়ার মত বিপর্যয়ও আমরা দেখেছি। সেখানে পুলিশ সদস্যরা এগিয়ে এসেছেন। তারা মৃতের দাফন ও সৎকারের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয় করোনাকালে পুলিশ মানুষ – এঁর – ঘরে খাবার পৌঁছে দিয়েছে, অসুস্থদের হাসপাতালে নিয়ে গেছে। উক্ত অনুষ্ঠানে অন্যান্য’রা’য়ো উপস্হিত ছিলো।