ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
রাজধানীর বিভা স্কুল এন্ড কলেজের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পেল সাংবাদিক আশিকুর রহমান জামাল

মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ ‘ খালাস

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৬:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
  • / ৪১৫ ৫০০০.০ বার পাঠক

রহস্যময় এক লোক শাহজালাল পেশায় খালাসির কাজ করলেও জীবন যাপনে বেশ সৌখিন । কি এক অদৃশ্য শক্তি বলে , কারনে অকারনে বন্দর এলাকার ক্ষমতাধরদের কাছ থেকে তাঁর ডাক পড়ে । উপকূলের কোন দৈব দু‍‍র্বিপাক , খুন খারাবীর খবর আগাম তাঁর কাছে চলে আসে । কিভাবে সে এই সব ঘটনা আঁচ করতে পারে তা এক রহস্য ! বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে রক্তক্ষয়ের খেলা চলছে সেখানে এখন খালাসি শাহজালালের নাম প্রধান হয়ে উঠতে থাকে । জলে, স্থলে, ইলিশে, মানুষে এই তিন নদীর মোহনার রাম রাজত্ব কায়েম করার লড়াইয়ের গল্প ‘খালাস’ ।

‘খালাস’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম মিতুল । ‘খালাস’ এর শুটিং শেষ হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে । পদ্মার ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি । যার কারনে পদ্মার মাঝখানে শুটিং করতে গিয়ে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়তে হয়েছিলো ‘খালাস’ টিমকে । যেহেতু গল্পে ইলিশ ধরার ব্যাপার, তাই আবহাওয়া খারাপ থাকা সত্বেও এভাবে ঝুঁকি নিয়ে পদ্মার গভীরে গিয়েই শুটিং করা হয়েছে এমনটিই জানিয়েছেন পরিচালক । এছাড়াও ভয়ংকর ঢেউয়ের প্ররিস্থিতির মধ্যে জাহাজে, স্পিড বোটে শুটিং করা হয় । পরিচালক আরও জানান, বাংলাদেশে এখন প‍র্যন্ত সবচেয়ে বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘খালাস’ । বিভিন্ন লোকেশনে রিয়েল সেট এরেন্জ করে দী‍র্ঘ ৫১ দিন শুটিং হয়েছে কুমিল্লা দাউদকান্দি, গজারিয়া, চাঁদপুর ও চিটাগাং মংলা লোকেশনে ।
‘খালাশ’ এর কেন্দ্রীয় চরিত্র শাহজালাল । শাহজালাল চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম । পাশাপাশি অন্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল , লু‍ৎফর রহমান জ‍র্জ , উজ্জল কবির হিমু ও আমায়া নূর নূপূর । পরিচালক বলেন এটি একেবারেই ভিন্নধ‍র্মী গল্প নিয়ে কাজ যেখানে মোশাররফ করিম ও আহমেদ রুবেলের চরিত্রের উপস্থাপন সম্প‍ূ‍র্ন নতুন ভাবে দেখানো হয়েছে , যা আমাদের দেশীয় কোনো প্লাটফ‍র্মে অতীতে দেখানো হয়নি । ‘
ওটিটিতে কবে মুক্তি পাবে ? জানতে চাইলে পরিচালক বলেন পোস্ট পোডাকশনের কাজ আমাদের প্রায় শেষের দিকে । সাউন্ডে ডিজাইনের কাজ চলছে এই মূহূ‍র্তে । ইতিমধ্যে সাব্বির আহমেদ শ্রাবণ এর কথা ও সুরে একটি টাইটেল সং রেডি করা হয়েছে । ডাবিং হবে বাংলা হিন্দি সহ মোট চারটি ভাষায় । ২০২৪ সালের মা‍র্চ মাসের যেকোনো সময় ইন্ডিয়ার বড় একটা ওটিটিতে মুক্তি পাবে । নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে পোস্টার লুক আসবে এবং তখনই ওটিটি প্লাটফ‍র্মের নাম প্রকাশ করা হবে । প্রথম সিজনে থাকবে মোট ৯টি প‍র্ব । প্রতিটি প‍র্বের ব্যপ্তি ৪৫ মিনিট করে । পরিচালক জানান, যেহেতু ‘খালাস’ ইন্ডিয়ান বড় ওটিটিতে মুক্তি পাবে , সেই চিন্তা মাথায় রেখেই গল্পের প্রেজেন্টেশন ভিস্যুয়ালি স্মা‍র্ট ভাবে উপস্থাপন করা হয়েছে ।
‘খালাস’ এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাহমুদ দিদার । অন্যান্য শিল্পীদের মধ্যে আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ শ্রাবণ, আব্রাহাম তামিম, কোয়েল মুন্সি, আফিফ খান, জুয়েল, তারেক, রুয়েল, ফারুক, মৃণাল দত্ত, জোজন, পলিন, জয়া, মিতু, সিনথিয়া সহ অন্যান্য সহশিল্পী ।
‘খালাস’ ওয়েব সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান রেড কার্পেট ।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ ‘ খালাস

আপডেট টাইম : ০৬:৩৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

রহস্যময় এক লোক শাহজালাল পেশায় খালাসির কাজ করলেও জীবন যাপনে বেশ সৌখিন । কি এক অদৃশ্য শক্তি বলে , কারনে অকারনে বন্দর এলাকার ক্ষমতাধরদের কাছ থেকে তাঁর ডাক পড়ে । উপকূলের কোন দৈব দু‍‍র্বিপাক , খুন খারাবীর খবর আগাম তাঁর কাছে চলে আসে । কিভাবে সে এই সব ঘটনা আঁচ করতে পারে তা এক রহস্য ! বন্দর এলাকার ক্ষমতা আর টাকার রাজনীতি ঘিরে যে রক্তক্ষয়ের খেলা চলছে সেখানে এখন খালাসি শাহজালালের নাম প্রধান হয়ে উঠতে থাকে । জলে, স্থলে, ইলিশে, মানুষে এই তিন নদীর মোহনার রাম রাজত্ব কায়েম করার লড়াইয়ের গল্প ‘খালাস’ ।

‘খালাস’ সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন কে এম নাইম ও মাহি ইসলাম মিতুল । ‘খালাস’ এর শুটিং শেষ হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে । পদ্মার ইলিশ ধরাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি । যার কারনে পদ্মার মাঝখানে শুটিং করতে গিয়ে কাল বৈশাখী ঝড়ের কবলে পড়তে হয়েছিলো ‘খালাস’ টিমকে । যেহেতু গল্পে ইলিশ ধরার ব্যাপার, তাই আবহাওয়া খারাপ থাকা সত্বেও এভাবে ঝুঁকি নিয়ে পদ্মার গভীরে গিয়েই শুটিং করা হয়েছে এমনটিই জানিয়েছেন পরিচালক । এছাড়াও ভয়ংকর ঢেউয়ের প্ররিস্থিতির মধ্যে জাহাজে, স্পিড বোটে শুটিং করা হয় । পরিচালক আরও জানান, বাংলাদেশে এখন প‍র্যন্ত সবচেয়ে বিগ বাজেটের ওয়েব সিরিজ ‘খালাস’ । বিভিন্ন লোকেশনে রিয়েল সেট এরেন্জ করে দী‍র্ঘ ৫১ দিন শুটিং হয়েছে কুমিল্লা দাউদকান্দি, গজারিয়া, চাঁদপুর ও চিটাগাং মংলা লোকেশনে ।
‘খালাশ’ এর কেন্দ্রীয় চরিত্র শাহজালাল । শাহজালাল চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম । পাশাপাশি অন্য কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল , লু‍ৎফর রহমান জ‍র্জ , উজ্জল কবির হিমু ও আমায়া নূর নূপূর । পরিচালক বলেন এটি একেবারেই ভিন্নধ‍র্মী গল্প নিয়ে কাজ যেখানে মোশাররফ করিম ও আহমেদ রুবেলের চরিত্রের উপস্থাপন সম্প‍ূ‍র্ন নতুন ভাবে দেখানো হয়েছে , যা আমাদের দেশীয় কোনো প্লাটফ‍র্মে অতীতে দেখানো হয়নি । ‘
ওটিটিতে কবে মুক্তি পাবে ? জানতে চাইলে পরিচালক বলেন পোস্ট পোডাকশনের কাজ আমাদের প্রায় শেষের দিকে । সাউন্ডে ডিজাইনের কাজ চলছে এই মূহূ‍র্তে । ইতিমধ্যে সাব্বির আহমেদ শ্রাবণ এর কথা ও সুরে একটি টাইটেল সং রেডি করা হয়েছে । ডাবিং হবে বাংলা হিন্দি সহ মোট চারটি ভাষায় । ২০২৪ সালের মা‍র্চ মাসের যেকোনো সময় ইন্ডিয়ার বড় একটা ওটিটিতে মুক্তি পাবে । নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে পোস্টার লুক আসবে এবং তখনই ওটিটি প্লাটফ‍র্মের নাম প্রকাশ করা হবে । প্রথম সিজনে থাকবে মোট ৯টি প‍র্ব । প্রতিটি প‍র্বের ব্যপ্তি ৪৫ মিনিট করে । পরিচালক জানান, যেহেতু ‘খালাস’ ইন্ডিয়ান বড় ওটিটিতে মুক্তি পাবে , সেই চিন্তা মাথায় রেখেই গল্পের প্রেজেন্টেশন ভিস্যুয়ালি স্মা‍র্ট ভাবে উপস্থাপন করা হয়েছে ।
‘খালাস’ এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মাহমুদ দিদার । অন্যান্য শিল্পীদের মধ্যে আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ শ্রাবণ, আব্রাহাম তামিম, কোয়েল মুন্সি, আফিফ খান, জুয়েল, তারেক, রুয়েল, ফারুক, মৃণাল দত্ত, জোজন, পলিন, জয়া, মিতু, সিনথিয়া সহ অন্যান্য সহশিল্পী ।
‘খালাস’ ওয়েব সিরিজের প্রযোজনা প্রতিষ্ঠান রেড কার্পেট ।