নওগাঁয় ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
- আপডেট টাইম : ০৫:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১২৩ ৫০০০.০ বার পাঠক
মোটরসাইকেল আরোহী নিছাম হোসেন (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এদূর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে নওগাঁ শহরের লিটন ব্রিজের উপর। নিহত নিছাম হোসেন হলেন, নওগাঁর পাশ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্দিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিছাম হোসেন একটি সিগারেট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতিদিনের ন্যায় সোমবার সকালে নওগাঁ শহরের দোকান গুলোতে অর্ডার নিতে বের হয়েছিলেন। এরি এক পর্যায়ে শহরের লিটন ব্রিজ পারাপার হওয়ার সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক নিছাম এর মোটরসাইকেলে ধাক্কাদিয়ে পালিয়ে যায়। এসময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে নিছাম হোসেন ছিটকে সড়কের উপর পড়ে মারান্তক জখম হয়। সাথে সাথে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার এসআই আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, সড়ক দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।