মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা
- আপডেট টাইম : ০১:৪৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / ১৫৬ ৫০০০.০ বার পাঠক
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশের বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ই ডিসেম্বর) সন্ধ্যায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে মোংলা প্রেসক্লাব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা শিল্পকলা একাডেমি, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মোংলা নাগরিক সমাজের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোংলা উপজেলা (ভূমি) হাবিবুর রহমান, মোংলা উপজেলা ভাইস- চেয়ারম্যান মোঃ ইকবাল হোসাইন, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, মোংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক মো: হাসান গাজী, মোংলা উপজেলার সাবেক ভাইস -চেয়ারম্যান নুর আলম শেখ। এ সময় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান তাকে ক্রেস প্রদান করেন। জানা যায় যে, দীপঙ্কর দাশকে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়। এ সময় বক্তরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন সৎ- নিষ্ঠাবান এবং দেশ প্রেমিক মানুষ। তিনি আন্তরিক এবং সততার সহিত দায়িত্ব পালন করে গেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। উপস্থিত সকলেই তার উত্তোরওর সাফল্য কামনা করেন।