কিশোরগঞ্জের ভৈরব থানাধীন দূর্জয় মোড় থেকে ২১ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০৩ (তিন) মাদক কারবারীকে আটক
- আপডেট টাইম : ০৪:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ২৬২ ৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জের ভৈরব থানাধীন দূর্জয় মোড় থেকে ২১ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০৩ (তিন) মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
০১ টি বাস জব্দ।
এরই ধারাবাহিকতায়, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৪.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয় মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। নুর নবী(৪০), পিতা-বেলায়েত মুন্সী, ২। সাইফুল ইসলাম(৩০), পিতা-ইউসুফ আলী, উভয় সাং-রায়রাবাদ, থানা-লালমোহন, জেলা-ভোলা। ৩। আল মাসুদ(৫০), পিতা-ইউসুব আলী, সাং-কনেশ্বর, থানা-ডামুড্যা, জেলা-শরীয়তপুরগণ কে আটক করে। এ সময় ধৃত আসামীদের দখলে থাকা ০১ টি যাত্রীবাহি বাস তল্লাশী করে (ক) ২১ (একুশ) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।ধৃত আসামীদের নিকট হতে (খ) ০৪ টি মোবাইল ও (গ) নগদ ২৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মাদক কারবারী চক্রের সদস্য। উক্ত আসামীগণ মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের র্পূবক আসামী হস্তান্তর প্রক্রিয়াধীন।