ভৈরব নাটালের মোড় থেকে ৬৫ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ী আটক

- আপডেট টাইম : ০২:২৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ১৬৪ ১৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ ভৈরব থানাধীন র্দূজয় মোড় থেকে ৬৫ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০১জন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি -২, ভৈরব ক্যাম্প।
০১টি পিকআপ জব্দ করেন।
এরই ধারাবাহকিতায়, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৮ই ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে দুপুর অনুমান ০২.৩০ ঘটকিায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী লেনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ আলমগীর (৩২), পতিা-মৃত লাল মিয়া, ফকির সাং-বানিয়াকান্দা
থানা-পুর্বধলা জেলা-নেত্রকোনা আটক করেন। এ সময় ধৃত আসামীদরে দখলে থাকা ০১টি পিকআপ তল্লাশী করে (ক) ৬৫ কেজি মাদকদ্রব্য গাঁজা নগদ ১০০০/- টাকা উদ্ধার করতঃ জব্দ করা হয়। ধৃত আসামীগন র্দীঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তর্বতী এলাকা হতে চোরা চালানরে মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বভিন্নি স্থানে বভিন্নি ব্যক্তরি কাছে বিক্রয় করে র্মমে বিরুদ্ধে কিশোরগঞ্জে জেলার ভৈরব থানায় মামলা দায়রে করে হস্তান্তর করা প্রক্রিয়াধীন।