স্বাধীনতা শিক্ষক পরিষদের কমিটির পরিচিতি সভা
- আপডেট টাইম : ০১:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৩৪২ ৫০০০.০ বার পাঠক
আব্দুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে সদর থানা স্বাধীনতা শিক্ষক পরিষদ ((স্বাশিপ) কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদ ((স্বাশিপ) ঠাকুরগাঁও সদর থানা কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ ঝাঁর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী।
এছাড়াও বক্তব্য দেন, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহ সভাপতি অধ্যক্ষ মামুনুর রহমান রশিদ, স্বাধীনতা শিক্ষক পরিষদ ((স্বাশিপ) ঠাকুরগাঁও সদর থানা কমিটির সাধারণ সম্পাদক পবারুল ইসলাম প্রমুখ।
স্বাধীনতা শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ জুলফিকার আলী বলেন, সংঠনটির মূলনীতি হবে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করা।