ইবিতে প্রভোস্ট কোয়াটারে চুরি, নিরাপত্তাহীনতায় শিক্ষকরা
- আপডেট টাইম : ০২:৫৫:৫৮ অপরাহ্ণ, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ১২৭ ৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রভোস্ট কোয়াটারে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৬ ডিসেম্বর) সকালে নিচ তলায় গ্রিল কেটে চোর চুরি করেছে বলে অনুমান করছেন ভবনের আবাসিক শিক্ষকেরা। দুপুরের দিকে বিষয়টি শিক্ষকদের নজরে আসে। এ অবস্থায় নিরাপত্তা-হীনতারয় রয়েছেন আবাসিক শিক্ষকরা। এ বিষয়ে শিগ্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রভোস্ট কোয়াটার সূত্রে জানা গিয়েছে , নিচ তলায় (১বি) ফ্লাটে এ ঘটনা ঘটেছে, আটটি ফ্যান এবং সবগুলো পানির ট্যাপ খুলে নিয়েছে চোর। দিনের বেলায় সেখানে কোন নিরাপত্তা কর্মী থাকেন না বলে জানা গেছে।
আবাসিক শিক্ষক সহযোগী অধ্যাপক মাহবুবা সিদ্দিকা বলেন, ‘দুপুরে নিচতলা থেকে অনবরত পানি পড়তে থাকলে বিষয়টি আমার নজরে আসে। এ ঘটনায় আমাদের নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। পূর্বেও চুরির ঘটনা ঘটেছে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কঠোরভাবে দেখবেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চিফ ইঞ্জিনিয়ার শরিফ উদ্দিন বলেন, ‘ঘটনাটি প্রকৌশল অফিস জানতে পেরে, আমরা সেখানে অফিসের লোকজন পাঠিয়েছিলাম। অনবরত পড়তে থাকা পানি বন্ধ করা হয়েছে। তারপর আর কিছু জানিনা। ‘
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘বিষয়টি শুনেছি, প্রভোস্ট কোয়াটারে চুরির ঘটনা অনাকাঙ্খিত। প্রভোস্ট কোয়াটারে নিরাপত্তা জোরদার করা হবে এবং চোরকে সনাক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে ।’