টঙ্গীতে প্রশাসনের নাকের ডগায় চলছে কারিমার মাদক সাম্রাজ্য, এ যেন দেখার কেউ নাই
- আপডেট টাইম : ০১:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩ ৫০০০.০ বার পাঠক
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নং ওয়ার্ড কেরাণীরটেক বস্তুিতে প্রশাসনের নাকের ডগায় কারিমার মাদকের সাম্রাজ্য গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদক ব্যবসায়ী কারিমার বিরুদ্ধে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের নামে দেওয়া হয় মাদক এবং চাঁদাবাজির মামলা। স্থানীয় সূত্রে জানা জায় যে বেশ কিছু অসাধু পুলিশ সদস্য কে মোটা অংকের টাকা দিয়ে চালিয়ে যাচ্ছে জমজমাট মাদক ব্যবসা। সরেজমিন ঘুরে দেখা যায় যে সন্ধ্যা হলেই কারিমার বাসায় বেশি কিছু প্রশাসনের অসাধু কর্মকর্তার সোর্স গিয়ে টাকা আনতে দেখা যায়। কারিমার নামে টঙ্গী পূর্ব থানায় একটি মাদক মামলা এবং উত্তরা পশ্চিম থানায় একটি মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে।কারিমা গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানা ৪৬ নং ওয়ার্ড কেরানীরটেক বস্তির আব্দুল কাদিরের মেয়ে। কারিমার পরিবারের সকল সদস্যই মাদক ব্যবসার সাথে জড়িত। কারিমার বাবা আব্দুল কাদির টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী, তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কারিমার বড় ভাই আমিরের নামেও একাধিক মামলা রয়েছে। কিছু দিন আগে সে র্যাবের হাতে ৪৯ কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ আটক হয়ে জেল হাজতে আছে। কারিমার ছোট বোন রুনার নামে টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানা, পূবাইল থানা সহ বিভিন্ন থানায় প্রায় ১৭ টা মাদক মামলা ও ১ টি মানি লন্ডারিং মামলা রয়েছে। এছাড়াও রুনার স্বামী সুমনের নামে বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে। রুনার ছেলে রিফাতের নামে বিভিন্ন থানায় ৫ টি মামলা রয়েছে। কারিমার শেল্টারদাতা হিসাবে কাজ করে কেরানীরটের আলাউদ্দিন ওরফে মোহরী আলাউদ্দিন ওরফে সোর্স আলাউদ্দিন।কারিমাদের নামে সকল মামলার খোঁজ খবর রাখে এই আলাউদ্দিন। এই আলাউদ্দিনের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এই আলাউদ্দিন মোহরী পুলিশের সোর্স পরিচয় দিয়ে কারিমার মাদক বিভিন্ন জায়গাতে পৌঁছে দেওয়ার কাজ করে মোটা অংকের টাকার বিনিময়ে। (ধারাবাহিক চলবে)