ইবিতে কাম ফর রোড চাইল্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট টাইম : ০১:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৮৬ ১৫০০০.০ বার পাঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন কাম ফর রোড চাইল্ডের (সি আর সি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘থেকে একসাথে যুক্ত, রাখবো পৃথিবী পথশিশু মুক্ত’। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডায়েনা চত্বর থেকে র্যালি বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি ইবি শাখার সভাপতি মো: শাহীদ কাওসারের, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী, মার্কেটিং বিভাগ সহকারী অধ্যাপক মো. মাজেদুল হক নয়ন ও সাধারণ সম্পাদক আকতারুল আলম সুমন সহ অনেকেই ।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে ইবিতে সিআরসি’র কার্যক্রম শুরু হয় এবং ‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে কাজ করে যাচ্ছে । পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নানা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে সংগঠনটি।