মোংলা প্রেসক্লাবের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৩৬ ৫০০০.০ বার পাঠক
: মোংলা প্রেস ক্লাবের নব নির্বাচিত পরিষদের উদ্যোগে প্রেসক্লাব মিলানায়তনে ৪ নভেম্বর বাদ এশায় প্রেস ক্লাবের প্রয়াত সদস্য এবং বর্তমান সদস্যদের মৃত পিতা মাতা এবং বর্তমান সকল সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। নব নির্বাচিত সভাপতি মোঃ আহসান হাবিব হাসানের সভাপতিত্বে আয়োজিত উক্ত দোয়া ও মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর দাস, মোংলা সার্কেল এসপি মো: মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সামসুদ্দিন, মোংলা বন্দর বনিক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান মাষ্টার, খুলনা মহানগর শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি ও মোংলা টাইগার হোটেলের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মীর মো: আবু হানিফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মোংলা প্রেস ক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলা ও থানা শহরে সাংবাদিকদের তুলনায় মোংলা সাংবাদিকগণ অনেক ট্যালেন্ট এবং দক্ষ এবং সচেতন। কেউ কোন অপরাধ করে পার পায় না। আর এটাই সাংবাদিকদের কাজ। এজন্যই সাংবাদিকদেরকে সমাজের দর্পণ বলা হয় । অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল পরিচালনা করেন মোংলা বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা তৈয়বুর রহমান। উক্ত দোয়া অনুষ্ঠানে মোংলা প্রেস ক্লাবের প্রয়াত সকল সদস্য বর্তমান সদস্যদের মৃত পিতা – মাতার মাগফেরাত কামনায় দেশ ও জাতি এবং ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করা হয়।