কালিয়াকৈর চলতি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুরর্বৃত্তরা
- আপডেট টাইম : ০৬:০৭:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১৮১ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈরে ০৩/১২/২০২৩ ইং তারিখে বিএনপি জামাত ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে তন্দ্রা যাত্রীর জন্য অবস্থান করে, চন্দ্রা কলেজ গেটের সামনে, ৭টা৪৫মিনিটে হঠাৎ করে কোথা থেকে দুটি মোটরসাইকেল এসে,গাড়িতে পেট্রোল সিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়,।ড্রাইভার নাজমুল হোসেন (৪৫) বলেন প্রতিদিনের মতো চন্দ্রা থেকে যাত্রী নিয়ে টাঙ্গাইল সদরে যায়, চন্দ্রা মোড় থেকে, আজ রবিবার আমার গাড়িতে 12 জন যাত্রী ছিল,আর কিছু যাত্রীর জন্য অবস্থান করছিলাম, হঠাৎ করে কোথা থেকে ২টি মোটরসাইকেল গাড়ির পিছনে এসে দাঁড়ায়,আমরা কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেল থেকে নেমে,এক মিনিটের ভিতরে পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুন দেয় পালিয়ে যায়,।সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে,গাড়িতে থাকা যাত্রী আমরা দ্রুত লাফিয়ে গাড়ি থেকে নেমে যায,সাথে সাথে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস স্টেশনে,ফোন দিলে,ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিভাতে সক্ষম হয়,কালিয়াকৈর থানার ওসি জনাব আকবর আলী সাহেব বলেন,দুর্বৃত্তদের কাউকে চিনতে না পারায়,ধরা যায়নি আমরা চেষ্টা করছি, যারা আগুন দিয়েছে নাশকতার সাথে জড়িত তাদেরকে ধরার চেষ্টা চলছে,