সুলতানা নাদিরা বরগুনা ২ আসনে নৌকার মনোনয়ন পাওয়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
- আপডেট টাইম : ০৪:০৫:১২ পূর্বাহ্ণ, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ২১৭ ৫০০০.০ বার পাঠক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা- ২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে ‘সুলতানা নাদিরা’ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ায় পাথরঘাটা বামনা বেতাগী উপজেলায় নৌকা সমর্থকদের মিষ্টি বিতরণ দোয়া ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দলীয় মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করেছিলেন মোট ১৪ জন। এ আসনের তিন বারের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন সহ বাকিদের পিছনে ফেলে প্রথম বারের মতো মনোনয়ন পেয়েছেন ৩১৫ আসনের সংরক্ষিত নারী সদস্য সুলতানা নাদিরা।
বরগুনা -২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নির্বাচিত ‘সুলতানা নাদিরা’ প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম সবুর টুলু’র সহধর্মিণী। বিএনপি ও জাতীয় পার্টির আধিপত্যে থাকা এ আসনটিতে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়ে আলহাজ্ব গোলাম সবুর টুলু সকলকে অবাক করে দিয়েছিলেন। তিনি নবম সংসদের এমপি থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় ২০১৩ সালের জুলাই মাসে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পরে ওই আসনে উপ নির্বাচনে নির্বাচিত হন শওকত হাচানুর রহমান রিমন। একাদশ জাতীয় সংসদে ৩১৫ সংরক্ষিত নারী সদস্য হিসেবে মনোনীত হন সুলতানা নাদিরা।
উল্লেখ্য ২০১৩ সালে ২৬ শে জুলাই মাসে সুলতানা নাদিরার স্বামী গোলাম সবুর টুলু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকেই বরগুনা ২ আসনের জনগণের খেদমতে তার তিন কন্যা সহ নিজেকে নিয়োজিত রেখেছেন।
তিনবারের নির্বাচিত এমপি শওকত হাচানুর রহমান রিমন এর বাবার বিরুদ্ধে তৎকালীন যুদ্ধাপরাধীর অভিযোগ থাকায় তাকে মেনে নিতে পারেননি এ আসনের আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং তিনি ছিলেন জনগণের কাছে আলোচনা সমালোচনার পাত্র বিশেষ তারই ধারাবাহিকতায় চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের উক্তি-বিবেচনায় দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দেন সুলতানা নাদিরা। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বরগুনা- ২ আসনে নৌকার মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ায় রবিবার (২৬ নভেম্বর) বিকেল চারটায় বরগুনা ২ আসনের নির্বাচনী এলাকা বামনা বেতাগী ছাড়াও পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে নৌকা সমর্থকরা আনন্দ মিছিল, দোয়া-মোনাজাত ও মিষ্টি বিতরণ আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাকচিড়া থানা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব গৌতম সাহা, আওয়ামী লীগ নেতা, শওকত হাসান রমিম। কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী, শাহ আলী মোল্লা। যুবলীগ নেতা নজরুল ইসলাম সোলায়মান, এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ও অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে মাননীয় প্রধানমন্ত্রীসহ বরগুনা- ২ আসনে আওয়ামী লীগের মনোনীত ‘সুলতানা নাদিরা’র জন্য দোয়ার আয়োজন ও মিষ্টি বিতরণ করা হয়।