ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::
বাঘায় সৎ ভাইয়ের হাতে হত্যা হলো সাদেক আলী সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ ঠাকুরগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের পার্টি অফিস দখল আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষসহ ৪০ জন আহত, বাড়ি-ঘর ও দোকানপাট ভাঙচুর ও লোটপাট। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে এই প্রথমবারের মতো আজ নিজ জেলা চট্টগ্রামে আসলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোনাবাড়ী ফ্লাইওভার ব্রিজের মাথায় বাসের ধাক্কায় নারী শ্রমিক নিহত কর্নেল সোফিয়াকে ‘জঙ্গিদের বোন’ বলে বিতর্কের মুখে বিজেপি মন্ত্রী কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, নেই প্রধান উপদেষ্টার নাম আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সংগঠনের সব অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে চিঠি ঢাবির ছাত্রদল নেতা হত্যার ঘটনায় উপাচার্য–প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

উখিয়ায় সরকারি রাস্তা’র জায়গা দখল করে, ড্রেনেজ ব্যবস্থাসহ চলাচলে’র চরম অনুপযোগী হয়ে পড়েছে

শাকুর মাহমুদ চৌধুরী , উখিয়া থেকেঃ
  • আপডেট টাইম : ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / ১৪৫ ১৫০০০.০ বার পাঠক

 

কক্সবাজারের উখিয়া উপজেলা বাজার সংলগ্ন, দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়াল ঘেঁষে(গোপাটের) সরকারী রাস্তাটির পার্শ্ব দখল করে ড্রেনেজ ব্যবস্থার কার্যে ব্যাহতসহ রাস্তাটি সরো করা হচ্ছে। ফলে, ছোট্ট গাড়ি ও লোক চলাচলে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, উক্ত সড়কের রাস্তাটি সরকারী ঘোপাটের হলেও পার্শ্ববর্তী জমির লোকজন দীর্ঘ বছর ধরে ভোগদখলে রেখে স্থানীয় জনগণকে হয়রানি করলেও বিগত ৮ বছর পূর্বে, রাজা পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর একান্ত প্রচেষ্টায় রাস্তাটি দখলমুক্ত হয়ে ব্রিকসলিন হয়।

কিন্তু, এখানেও থেমে নেই ভূমিদস্যুদের করাল চোয়াল।
সরে জমিন খোঁজ নিয়ে জানা গেছে, জৈনক মৃত, আবু আহমদের ছেলে ছৈয়দ নূর হাজি রাস্তাটির গোপাট অংশে টিনের ভেড়া দিয়ে জবর-দখলে নিয়ে নেয়। পরে টিনের ভেড়ার আড়ালে ওই সরকারী রাস্তায় রড পিলার বসিয়ে দিনে-দুপুরে ইটের স্থায়ী গাথুনির ওয়ালে দখলে নিচ্ছে ড্রেনেজের জমিসহ সরকারী গোপাট অংশ। ফলে, বাঁধার সম্মুখীন হচ্ছে এলাকায় চলাচল করা লোকজন ও ছোট, বড় গাড়িসহ অসংখ্য এনজিও কর্মজীবিদের।

কথিত আছে, এলাকার বাসিন্দা লোকজন তাঁকে গোপাটের অংশ ছেড়ে দিয়ে ওয়ালের কাজ করতে বলায় তাঁদেরকে মা’র-ধরের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানো ছাড়াও চুয়াল্লিশ বানিয়ে ছাড়বে বলে প্রচন্ড হুমকি দেয়, ওই ছৈয়দ নুর। স্থানীয় লোকমুখে জানা যায়, বর্তমানে তিনি একটি দরজা-জানালার দোকানদার পেশায় হলেও, অতীতে (শরণার্থী হয়ে আসা রোহীঙ্গা) নারী-শিশু পাচারের একজন অন্যতম হোতা ছাড়াও ভূমিদস্যুর একজন বলে জানান।
এ ব্যাপারে প্রতিবেদক, তাঁর সাথে কথা বলতে চাইলে ফোনটি বারে বারে কেটে দেয় ও পরে সম্পুর্ন বন্ধ করে রাখে।

উল্লেখ্য, এ রাস্তাটির শুরুর মূখে নালা-নর্দমার কাঁদা পানি জমে থাকায় বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলে, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা কতৃক এ রাস্তাটি ড্রেনেজের আওতায় নেওয়ার বরাদ্দে বিদ্যমান রয়েছে। হয়তো, শিগ্রিই কাজ শুরু হতে পারে।

এমতাবস্থায়, এলাকার সচেতন লোকজনসহ জন-সাধারণের দাবী সরকারী গোপাটের জায়গা উদ্ধার পূর্বক রাস্তাটি উম্মুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন যথাযথ উদ্যেগ গ্রহনে ভুমিকা রাখবেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় সরকারি রাস্তা’র জায়গা দখল করে, ড্রেনেজ ব্যবস্থাসহ চলাচলে’র চরম অনুপযোগী হয়ে পড়েছে

আপডেট টাইম : ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

 

কক্সবাজারের উখিয়া উপজেলা বাজার সংলগ্ন, দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়াল ঘেঁষে(গোপাটের) সরকারী রাস্তাটির পার্শ্ব দখল করে ড্রেনেজ ব্যবস্থার কার্যে ব্যাহতসহ রাস্তাটি সরো করা হচ্ছে। ফলে, ছোট্ট গাড়ি ও লোক চলাচলে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, উক্ত সড়কের রাস্তাটি সরকারী ঘোপাটের হলেও পার্শ্ববর্তী জমির লোকজন দীর্ঘ বছর ধরে ভোগদখলে রেখে স্থানীয় জনগণকে হয়রানি করলেও বিগত ৮ বছর পূর্বে, রাজা পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর একান্ত প্রচেষ্টায় রাস্তাটি দখলমুক্ত হয়ে ব্রিকসলিন হয়।

কিন্তু, এখানেও থেমে নেই ভূমিদস্যুদের করাল চোয়াল।
সরে জমিন খোঁজ নিয়ে জানা গেছে, জৈনক মৃত, আবু আহমদের ছেলে ছৈয়দ নূর হাজি রাস্তাটির গোপাট অংশে টিনের ভেড়া দিয়ে জবর-দখলে নিয়ে নেয়। পরে টিনের ভেড়ার আড়ালে ওই সরকারী রাস্তায় রড পিলার বসিয়ে দিনে-দুপুরে ইটের স্থায়ী গাথুনির ওয়ালে দখলে নিচ্ছে ড্রেনেজের জমিসহ সরকারী গোপাট অংশ। ফলে, বাঁধার সম্মুখীন হচ্ছে এলাকায় চলাচল করা লোকজন ও ছোট, বড় গাড়িসহ অসংখ্য এনজিও কর্মজীবিদের।

কথিত আছে, এলাকার বাসিন্দা লোকজন তাঁকে গোপাটের অংশ ছেড়ে দিয়ে ওয়ালের কাজ করতে বলায় তাঁদেরকে মা’র-ধরের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানো ছাড়াও চুয়াল্লিশ বানিয়ে ছাড়বে বলে প্রচন্ড হুমকি দেয়, ওই ছৈয়দ নুর। স্থানীয় লোকমুখে জানা যায়, বর্তমানে তিনি একটি দরজা-জানালার দোকানদার পেশায় হলেও, অতীতে (শরণার্থী হয়ে আসা রোহীঙ্গা) নারী-শিশু পাচারের একজন অন্যতম হোতা ছাড়াও ভূমিদস্যুর একজন বলে জানান।
এ ব্যাপারে প্রতিবেদক, তাঁর সাথে কথা বলতে চাইলে ফোনটি বারে বারে কেটে দেয় ও পরে সম্পুর্ন বন্ধ করে রাখে।

উল্লেখ্য, এ রাস্তাটির শুরুর মূখে নালা-নর্দমার কাঁদা পানি জমে থাকায় বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলে, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা কতৃক এ রাস্তাটি ড্রেনেজের আওতায় নেওয়ার বরাদ্দে বিদ্যমান রয়েছে। হয়তো, শিগ্রিই কাজ শুরু হতে পারে।

এমতাবস্থায়, এলাকার সচেতন লোকজনসহ জন-সাধারণের দাবী সরকারী গোপাটের জায়গা উদ্ধার পূর্বক রাস্তাটি উম্মুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন যথাযথ উদ্যেগ গ্রহনে ভুমিকা রাখবেন।