ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
পাসপোর্টে ফিরল ‘এক্সসেপ্ট ইসরাইল’, যা বললেন সাবেক রাষ্ট্রদূত রোববার সারা দেশে মহাসমাবেশের ডাক কারিগরি শিক্ষার্থীদের আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা কমিশনের অধিকাংশ প্রস্তাবে একমত এনসিপি, আমূল পরিবর্তনের আহ্বান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের  সাবেক চেয়ারম্যান জামাল নাসের সচিবের বিরুদ্ধে অনিয়মে জনবল নিয়োগ,জ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জন,, বোর্ডে অনিয়ম নিয়ম বহিরভূত  অবৈধ উপায়ে ১২ জন ঠিকা ভিত্তিক কর্মচারী নিয়োগে বয়স জালিয়াতির অভিযোগ ট্রাম্প-মোদি-শি এসে কিছু করে দিয়ে যাবে না: মির্জা ফখরুল কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক নব নির্বাচিত হরিরামপুর প্রেসক্লাবের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত ভৈরবে ভবানী পুর সালিশ বৈঠকে ২ বংশের মাঝে সংঘর্ষে ১জন নিহত ২০ জন হাহত হয় খামেনিকে বাদশাহ সালমানের চিঠি পৌঁছে দিলেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী

উখিয়ায় সরকারি রাস্তা’র জায়গা দখল করে, ড্রেনেজ ব্যবস্থাসহ চলাচলে’র চরম অনুপযোগী হয়ে পড়েছে

শাকুর মাহমুদ চৌধুরী , উখিয়া থেকেঃ
  • আপডেট টাইম : ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / ১৩৬ ৫০০০.০ বার পাঠক

 

কক্সবাজারের উখিয়া উপজেলা বাজার সংলগ্ন, দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়াল ঘেঁষে(গোপাটের) সরকারী রাস্তাটির পার্শ্ব দখল করে ড্রেনেজ ব্যবস্থার কার্যে ব্যাহতসহ রাস্তাটি সরো করা হচ্ছে। ফলে, ছোট্ট গাড়ি ও লোক চলাচলে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, উক্ত সড়কের রাস্তাটি সরকারী ঘোপাটের হলেও পার্শ্ববর্তী জমির লোকজন দীর্ঘ বছর ধরে ভোগদখলে রেখে স্থানীয় জনগণকে হয়রানি করলেও বিগত ৮ বছর পূর্বে, রাজা পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর একান্ত প্রচেষ্টায় রাস্তাটি দখলমুক্ত হয়ে ব্রিকসলিন হয়।

কিন্তু, এখানেও থেমে নেই ভূমিদস্যুদের করাল চোয়াল।
সরে জমিন খোঁজ নিয়ে জানা গেছে, জৈনক মৃত, আবু আহমদের ছেলে ছৈয়দ নূর হাজি রাস্তাটির গোপাট অংশে টিনের ভেড়া দিয়ে জবর-দখলে নিয়ে নেয়। পরে টিনের ভেড়ার আড়ালে ওই সরকারী রাস্তায় রড পিলার বসিয়ে দিনে-দুপুরে ইটের স্থায়ী গাথুনির ওয়ালে দখলে নিচ্ছে ড্রেনেজের জমিসহ সরকারী গোপাট অংশ। ফলে, বাঁধার সম্মুখীন হচ্ছে এলাকায় চলাচল করা লোকজন ও ছোট, বড় গাড়িসহ অসংখ্য এনজিও কর্মজীবিদের।

কথিত আছে, এলাকার বাসিন্দা লোকজন তাঁকে গোপাটের অংশ ছেড়ে দিয়ে ওয়ালের কাজ করতে বলায় তাঁদেরকে মা’র-ধরের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানো ছাড়াও চুয়াল্লিশ বানিয়ে ছাড়বে বলে প্রচন্ড হুমকি দেয়, ওই ছৈয়দ নুর। স্থানীয় লোকমুখে জানা যায়, বর্তমানে তিনি একটি দরজা-জানালার দোকানদার পেশায় হলেও, অতীতে (শরণার্থী হয়ে আসা রোহীঙ্গা) নারী-শিশু পাচারের একজন অন্যতম হোতা ছাড়াও ভূমিদস্যুর একজন বলে জানান।
এ ব্যাপারে প্রতিবেদক, তাঁর সাথে কথা বলতে চাইলে ফোনটি বারে বারে কেটে দেয় ও পরে সম্পুর্ন বন্ধ করে রাখে।

উল্লেখ্য, এ রাস্তাটির শুরুর মূখে নালা-নর্দমার কাঁদা পানি জমে থাকায় বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলে, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা কতৃক এ রাস্তাটি ড্রেনেজের আওতায় নেওয়ার বরাদ্দে বিদ্যমান রয়েছে। হয়তো, শিগ্রিই কাজ শুরু হতে পারে।

এমতাবস্থায়, এলাকার সচেতন লোকজনসহ জন-সাধারণের দাবী সরকারী গোপাটের জায়গা উদ্ধার পূর্বক রাস্তাটি উম্মুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন যথাযথ উদ্যেগ গ্রহনে ভুমিকা রাখবেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় সরকারি রাস্তা’র জায়গা দখল করে, ড্রেনেজ ব্যবস্থাসহ চলাচলে’র চরম অনুপযোগী হয়ে পড়েছে

আপডেট টাইম : ০৮:৪১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

 

কক্সবাজারের উখিয়া উপজেলা বাজার সংলগ্ন, দক্ষিণ স্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের দেওয়াল ঘেঁষে(গোপাটের) সরকারী রাস্তাটির পার্শ্ব দখল করে ড্রেনেজ ব্যবস্থার কার্যে ব্যাহতসহ রাস্তাটি সরো করা হচ্ছে। ফলে, ছোট্ট গাড়ি ও লোক চলাচলে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন।

জানা যায়, উক্ত সড়কের রাস্তাটি সরকারী ঘোপাটের হলেও পার্শ্ববর্তী জমির লোকজন দীর্ঘ বছর ধরে ভোগদখলে রেখে স্থানীয় জনগণকে হয়রানি করলেও বিগত ৮ বছর পূর্বে, রাজা পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর একান্ত প্রচেষ্টায় রাস্তাটি দখলমুক্ত হয়ে ব্রিকসলিন হয়।

কিন্তু, এখানেও থেমে নেই ভূমিদস্যুদের করাল চোয়াল।
সরে জমিন খোঁজ নিয়ে জানা গেছে, জৈনক মৃত, আবু আহমদের ছেলে ছৈয়দ নূর হাজি রাস্তাটির গোপাট অংশে টিনের ভেড়া দিয়ে জবর-দখলে নিয়ে নেয়। পরে টিনের ভেড়ার আড়ালে ওই সরকারী রাস্তায় রড পিলার বসিয়ে দিনে-দুপুরে ইটের স্থায়ী গাথুনির ওয়ালে দখলে নিচ্ছে ড্রেনেজের জমিসহ সরকারী গোপাট অংশ। ফলে, বাঁধার সম্মুখীন হচ্ছে এলাকায় চলাচল করা লোকজন ও ছোট, বড় গাড়িসহ অসংখ্য এনজিও কর্মজীবিদের।

কথিত আছে, এলাকার বাসিন্দা লোকজন তাঁকে গোপাটের অংশ ছেড়ে দিয়ে ওয়ালের কাজ করতে বলায় তাঁদেরকে মা’র-ধরের হুমকিসহ মিথ্যা মামলায় ফাঁসানো ছাড়াও চুয়াল্লিশ বানিয়ে ছাড়বে বলে প্রচন্ড হুমকি দেয়, ওই ছৈয়দ নুর। স্থানীয় লোকমুখে জানা যায়, বর্তমানে তিনি একটি দরজা-জানালার দোকানদার পেশায় হলেও, অতীতে (শরণার্থী হয়ে আসা রোহীঙ্গা) নারী-শিশু পাচারের একজন অন্যতম হোতা ছাড়াও ভূমিদস্যুর একজন বলে জানান।
এ ব্যাপারে প্রতিবেদক, তাঁর সাথে কথা বলতে চাইলে ফোনটি বারে বারে কেটে দেয় ও পরে সম্পুর্ন বন্ধ করে রাখে।

উল্লেখ্য, এ রাস্তাটির শুরুর মূখে নালা-নর্দমার কাঁদা পানি জমে থাকায় বিভিন্ন সময় সংবাদ প্রকাশিত হলে, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও উপজেলা কতৃক এ রাস্তাটি ড্রেনেজের আওতায় নেওয়ার বরাদ্দে বিদ্যমান রয়েছে। হয়তো, শিগ্রিই কাজ শুরু হতে পারে।

এমতাবস্থায়, এলাকার সচেতন লোকজনসহ জন-সাধারণের দাবী সরকারী গোপাটের জায়গা উদ্ধার পূর্বক রাস্তাটি উম্মুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন যথাযথ উদ্যেগ গ্রহনে ভুমিকা রাখবেন।