অবরোধের মধ্যেই চরমোনাইয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল
- আপডেট টাইম : ০৪:৪৮:৪৫ অপরাহ্ণ, বুধবার, ২২ নভেম্বর ২০২৩
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যেই চরমোনাইয়ে আজ বুধবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে পীরের বাড়ির মাদ্রাসায় বছরে দুটি তিন দিনের মাহফিল অনুষ্ঠিত হয়। এটি অগ্রহায়ণ মাসের মাহফিল। এ উপলক্ষে চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের নেতাকর্মী এখন চরমোনাইমুখী।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিল বাতিল ও জাতীয় সরকারের দাবিতে আন্দোলন করে আসছে ইসলামী আন্দোলন। দলটি বিএনপি-জামায়াতের কর্মসূচিতে পূর্ণ সমর্থনও দিয়েছে। বিএনপি-জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল ধারাবাহিকভাবে অবরোধ-হরতাল কর্মসূচি পালন করলেও পীরের দল তাতে সমর্থন জানিয়েছে। তবে তারা কেবল মিছিল-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ আছে। অন্যদিকে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এবারের বার্ষিক মাহফিল করছেন চরমোনাই পীর।
ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ বলেন, আজ বাদ জোহর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম মাহফিলের উদ্বোধন করবেন। আগামী শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।
মাহফিলের জন্য নির্বাচনী আন্দোলনে কিছুটা ভাটা পড়বে বলে জানিয়েছেন দলটির বরিশাল জেলা সেক্রেটারি সিরাজুল ইসলাম।’