সংবাদ শিরোনাম ::
ঢাকা মেডিকেল একশত গজ দূরে থেকে নবজাতকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা
- আপডেট টাইম : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
- / ২১৮ ১৫০০০.০ বার পাঠক
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ফুটপাত থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর গেটের ফুটপাতে এক দিনের নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই বজলুর রহমান। তিনি বলেন, নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছেন, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভির ফুটেজ উদ্ধার করে তা পর্যালোচনা করা হচ্ছে।
আরো খবর.......