শ্যামপুর শরিফের ১৫তম, ঊরুস পাক উৎযাপন

- আপডেট টাইম : ০৯:২১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
- / ১৬৮ ১৫০০০.০ বার পাঠক
সৈয়দ শাহ সুপি হজরত মাওলানা আল্লামা কুতুবউদ্দিন আকতার আলী শাহ রহমাতুল্লাহ ১৫তম, ঊরুস পাক উৎপাদন করা হয়েছে পবিত্র শ্যামপুর শরিফে। কলকাতা খিদিরপুর খানকা শরিফের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান খিদিরপুর খানকা শরিফের গদ্দীনশীন পীর সুন্নি মুসলমানদের ধর্মীয় প্রান পুরুষ হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ আল্লামা সাইফুদ্দিন শাহ আল কাদরী সাহেব। সেই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিখ্যাত আলেম পীর তৌফিক আলী খান আল কাদরী সাহেব ও পীর হজরত মাওলানা শাহনাজ হোসেন আল কাদরী এবং খিদিরপুর খানকা শরিফের বর্তমান ছোট হুজুর পাক সৈয়দ শাহ সুফি সালাউদ্দিন শাহ আল কাদরী সাহেব। এছাড়াও উপস্তিত ছিলেন আলেম সমাজের বহু ওলামা। আজকের এই অনুষ্ঠানে বিশ্বের শান্তি ও আল আকসা মসজিদ রক্ষার জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষে সকলকেই তাবারক দেওয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শ্যামপুর শরিফের গ্রামবাসী বৃন্দ।।