ফুলবাড়ীর মহাসড়কে আবারো ঝরে গেল দুইজনের তাজা প্রান
- আপডেট টাইম : ১১:৫২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১৬১ ৫০০০.০ বার পাঠক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২৯ বিজিবি ক্যাম্পের ১ নং গেটের সামনে ১০শে নভেম্বর শুক্রবার ভোর ৪টায় ঢাকাগামী একটি কভার ভ্যানের বাম পাশের চাকা পামচার হয়ে যাওয়ায় কভার ভ্যানটির চালক ঝুকিপূর্ণ অবস্থায় গাড়িটি পার্শে দাঁড়ানোর চেস্টা করেন । এমন সময় পিছনদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি ধান ভর্তি ট্রাক কভার ভ্যানের পিছনে ধাক্কা দেয়। একই সময়ে ঠাকুরগাঁ থেকে ছেড়ে আসা একটি মুরগি ভর্তি পিকআপ দ্রুত গতিতে ছুটে এসে ধান ভর্তি ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মুরগী ভর্তি পিকাপের ড্রাইভারসহ দুইজন চাপালেগে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।খোজনিয়ে যানাযায় ড্রাইভার ঠাকুরগাঁও জেলার জগন্নাথপুর বাঙালি পাড়া গ্রামের ফয়েজ উল্লাহ ছেলে নায়েব আলী (৪৫) ও হেলপার একই গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিউল জামান ( ২৮) খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং নিহতের লাশ ফুলবাড়ি থানায় নিয়ে যায়।
উল্লেখ যে, বিগত চার মাস আগে মহাসড়কের উক্ত স্থানে একই দিনে একই সময় পর পর নয়টি গাড়ি অনুরুপভাবে দুর্ঘটনার স্বীকার হয়েছিল।