বিএনপির ও জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে রুহিয়া থানা আইন শৃঙ্খলা বাহিনীর টহল
- আপডেট টাইম : ০৬:৪৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২২৬ ৫০০০.০ বার পাঠক
সারাদেশে শুরু হয়েছে বিএনপির ও জামায়াতে ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি।আইন শৃঙ্খলার অবনতি ও সহিংসতা ঠেকাতে শনিবার গভীর রাত থেকেই রুহিয়ায় বিভিন্ন প্রবেশপথসহ মোড়ে মোড়ে পুলিশ সাদা পোশাকেও কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তা চাদরে ঢাকা পুরো রুহিয়া থানা। কোন কোন স্থানে পুলিশের প্রিয়জন ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন রাখা হয়েছে।( ৫নভেম্বর) সকালে রুহিয়া ঠাকুরগাঁও প্রধান সড়ক রুহিয়া চৌরাস্তায় মোরে দেখা গেছে পুলিশ। যে কোন ধরনের সহিংসতা ওনাশকতা ঠেকাতে কঠোর নিরাপত্তা নিয়ে অবস্থান করছে আইনশৃঙ্খলার রহ্মাকারী বাহিনীর সদস্যরা।এ ছাড়া ঢোলার হাট আখানগর রাজাগাঁও সেনুয়া এমপি মোড় রামনাথ ও রুহিয়া রেলস্টেশনে ছিল পুলিশ। দূরপাল্লার বাসে যেন কোন ধরনের সহিংসতা না হয় তার জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এ সব এলাকার। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন অবরোধে মহাসড়কে যাতে কেউ কোনো নৈরাজ্য করতে না পারেন সে জন্য সার্বহ্মণিক পুলিশ টহল রয়েছে। এখন পযন্ত কোথাও কোনো সংঘাত ও সংঘর্ষের খবর নেই। পরিস্থিতির আমাদের নিয়ন্ত্রণে।