সাংবাদিকের উপর হামলায় অঙ্গহানী মামলার আসামীকে ৯দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করছেননা গাজীপুর সদর থানা পুলিশ
- আপডেট টাইম : ০৮:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ২৬৯ ৫০০০.০ বার পাঠক
সাংবাদিকের উপর হামলায় অঙ্গহানী মামলার আসামীকে ৯দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার করছেননা গাজীপুর সদর থানা পুলিশ।
গাজীপুর উপজেলা সদরে সেটেলমেন্ট অফিসের সামনে সাংবাদিকের উপর হামলায় আহত হওয়ার ঘটনায় ভুক্তভোগি নিজে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় অঙ্গহানীর অভিযোগ দায়ের করলে গত ২৭ অক্টোবর ২০২৩ মামলা এফ আই আর করা হয়। যার মামলা নং, ৫০(১০)২৩ধারা ১৪৩/৩২৩/ ৩২৬/ ৩০৭/৪২৭/ এর ধারায় মামলায় অন্তরভুক্তি হওয়ার ৯দিনেও আসামীদের এখন পর্যন্ত গ্রেপ্তার করে নাই গাজীপুর সদর থানার এস আই মনিরুজ্জামান বি পি নং (৯৪১৯২২৩২২৫) এর কাছে এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বিভিন্ন টালবাহানার কথা বলেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর সদর থানার ওসি জিয়াউল হকের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন মামলার তদন্ত চলমান।
এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক বিপ্লব হোসেন ফারুকের কাছে জানতে চাইলে তিনি বলেন ২৭ তারিখের মামলা (এফআইআর) হয়। কিন্তু মামলার আসামীকে বিগত ৯ দিন পার হলেও গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ কোন ব্যবস্থা নেননি বরং মামলার ১নং আসামি ইদ্রিস আলী এবং ২নং আসামী রমজান আলী প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আসামীকে গ্রেপ্তারের বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি জিয়াউল হকের কাছে মুঠোফোনে জানালে তিনি বলেন, থানা এসে একটা জিডি করেন। সাংবাদিক ফারুক আরোও বলেন আমার উপর একবার হামলা হয়েছে আমার দাঁত ভেঙে দিয়েছে, গাজীপুর সদর থানার ওসি তিনি চান যে আমার উপর আরেকবার হামলা হোক।
আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দাবি করছেন ভুক্তভোগী ও গাজীপুরের সাংবাদিক সমাজ।
এদিকে এমন পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সাংবাদিকের উপর হামলার মামলায় আসামীকে দ্রুত গ্রেপ্তার না করলে গাজীপুরের সাংবাদিক সমাজ মানববন্ধনের প্রস্তুতি সহ সারাদেশে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে।