নিজের গাড়িতে আগুন দিয়ে পোড়ালেন নিজেই

- আপডেট টাইম : ১২:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ৩৮২ ৫০০০.০ বার পাঠক
গাজীপুরের কালিয়াকৈরে ০৩/১১/২০২৩ ইং তারিখ পৌর শাখা স্বেচ্ছাসেব লীগের শিল্পওবাণিজ্য বিষয়ক সম্পাদক মইন দেওয়ান তার মনের কষ্ট ওদুঃখের বহিঃপ্রকাশ ঘটাই তার নিজের গাড়িতে নিজেই আগুন দিয়ে পুড়িয়ে ফেলে,স্বেচ্ছাসেবক লীগের এই নেতা জানাই বিএনপি ও জামাতে অবরোধের সময় মিছিলের লোকজন তার ব্যবহৃত গাড়িটি গ্লাস ভাঙচুর করে,মঈন দেওয়ান বিষয়টি পৌর শাখা ও উপজেলার আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ঊর্ধ্বতম নেতাকর্মীদের জানাই, মইন দেওয়ান আরো বলেন,দলের পক্ষ থেকে কোন সাড়া মিলেন,আমার কোন খোজ, খবর, নেতাকর্মীরা নেয়নি,আমি যাদের সাথে দল করেছি দীর্ঘদিন, আমার পাশে কেউ দারায়নি,কোন প্রকার সান্তনাও মেলেনি আমার,আমার পরিবার ও প্রতিবেশীর একটাই প্রশ্ন ছিল, নেতাকর্মীরা কেন সোজন্য সাক্ষাৎটুকু করলো না,মিলল না দলের পক্ষ থেকে সান্তনা মুলক দুটি কথাও,তাই মনের কষ্টকে ধরে রাখতে না পেরে নিজের গাড়িতে আগুন দিলাম,