মৃত বাবা বড় মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে গেলেন জানালেন মা ও অংশীদাররা
- আপডেট টাইম : ০৫:০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ৭৭৩ ৫০০০.০ বার পাঠক
হাসান ইমাম ব্যুরো অফিস চট্টগ্রাম।।
তারিখ ২৮/১২/২০২০ ইং।পৈত্রিক ওয়ারিশ সূত্রে সকল সদস্যদের সমান ভোগ দখল করা বাংলাদেশ সরকারে আইনী নীতির মধ্যে পড়ে। তাহলে অবৈধ ক্ষমতার দাপট দেখিয়ে মোট ২ গ-া ১ কড়া জমিতে জোরপূর্বক দখল করে সেখানে গৃহ নির্মাণ করলে জমির এইসব ওয়ারিশরা বাধা দিলে লাঠিসোটা নিয়ে মারধর করতে আসেনবোন আয়শা আকতার রুমা, পালক বোন জামাই নুরুল আমিন ও পালিত বোন জেসমিন আকতার, বোন রোখসানা ও পারভিন গংরা।
কহিনুর আকতার গরিব ও অসহায় হওয়ায় তাদের রক্তচক্ষু উপেক্ষা করে অবৈধ গৃহ নির্মাণ কাজ বন্ধ করতে বিষয়টি স্থানীয় গন্যমান্যদের জানালেও বোন আয়শা আকতার রুমা, পালক বোন জামাই নুরুল আমিন ও পালিত বোন জেসমিন আকতার, বোন রোখসানা ও পারভিন গংরা গংরা বর্তমানে গৃহ নির্মান কাজ বন্ধ রাখে। অবৈধ গৃহ নির্মানকারীরা প্রভাবশালী হওয়ায় জমি তাদের হাত থেকে উদ্ধারে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন এবং গণমাধ্যম কর্মীদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কহিনুর আকতার।
সময়ের অনুসন্ধানী চোখ রাখুন