ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
সংবাদ শিরোনাম ::
ইনশাআল্লাহ অবশেষে জানুয়ারি ১ তারিখ হতে যাত্রীবাহী ট্রেন চলাচলা শুরু করবে মুজিব’স বাংলাদেশ উদ্‌যাপন উপলক্ষ্যে কুয়াকাটায় হোটেলে ৫০ শতাংশ ছাড় বঙ্গভবনে চার দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সংস্কারের আহ্বান ডয়চে ভেলে গার্মেন্টসের স্থায়িত্বে বাংলাদেশে শ্রম অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: পিটার হাস হঠাৎ সিদ্ধান্ত নিলেন প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক শাহজাহান ওমর শান্তির পক্ষে, তাই জামিন পেয়েছেন: ড. রাজ্জাক পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগ সম্পর্কে যা বলল যুক্তরাষ্ট্র ৩৩৮ ওসি, ১১০ ইউএনও’র বদলির প্রস্তাব ইসিতে ঢাকাস্থ গলাচিপা দশমিনা বাসির সাথে মতবিনিময় সভা করলেন এমপি শাহজাদা

ফগ মিনিএচার পাওয়া যাবে শুধু ইভ্যালিতে

স্টাফ রিপোর্টার।।

পারফিউম জগতের বিখ্যাত নাম ফগ এর ফগ মিনিএচার, ফগ পাঞ্ছ বডি স্প্রে সহ বিভিন্ন ধরনের পারফিউম পাওয়া যাবে ইভ্যালি ডট কম ডট বিডিতে । দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালিতে ফগ এর অনুমোদিত পরিবেশক ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এর ভার্চুয়াল শপ থেকে কেনা যাবে পণ্য গুলো।

বৃহস্পতিবার (৪ মার্চ ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালি ডট কম লিমিটেড এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷

অনুষ্ঠানে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল বলেন আমরা খুবই আনন্দিত যে ফগ মিনিএচার এবং ফগ পাঞ্ছ বডি স্প্রে শুধুমাত্র আমাদের ইভ্যালির গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ ভাবে লঞ্চ করতে পেরেছি । আমরা এর আগেও ফগ এর ১৫ হাজার অর্ডারের ডেলিভারি সম্পন্ন করেছি । আমরা আশাবাদী যে গ্রাহকদের খুব সহজে এবং সাধ্যের মধ্যে তার পছন্দের পারফিউমটি পৌঁছে দেয়ার লক্ষ্যে ইভ্যালি ও ভিনি কসমেটিকস একসাথে কাজ করে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, ক্যাটাগরি হেড নূর জাহান জুঁই এবং ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এর চ্যানেল ডেভেলপমেন্ট ব্র্যান্ড এক্টিভেসন ম্যানেজার এসকে রাকিবুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনশাআল্লাহ অবশেষে জানুয়ারি ১ তারিখ হতে যাত্রীবাহী ট্রেন চলাচলা শুরু করবে

ফগ মিনিএচার পাওয়া যাবে শুধু ইভ্যালিতে

আপডেট টাইম : ০৯:২১:১৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৫ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার।।

পারফিউম জগতের বিখ্যাত নাম ফগ এর ফগ মিনিএচার, ফগ পাঞ্ছ বডি স্প্রে সহ বিভিন্ন ধরনের পারফিউম পাওয়া যাবে ইভ্যালি ডট কম ডট বিডিতে । দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালিতে ফগ এর অনুমোদিত পরিবেশক ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এর ভার্চুয়াল শপ থেকে কেনা যাবে পণ্য গুলো।

বৃহস্পতিবার (৪ মার্চ ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালি ডট কম লিমিটেড এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ম্যানেজার আহসান পারভেজ খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷

অনুষ্ঠানে ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল বলেন আমরা খুবই আনন্দিত যে ফগ মিনিএচার এবং ফগ পাঞ্ছ বডি স্প্রে শুধুমাত্র আমাদের ইভ্যালির গ্রাহকদের জন্য এক্সক্লুসিভ ভাবে লঞ্চ করতে পেরেছি । আমরা এর আগেও ফগ এর ১৫ হাজার অর্ডারের ডেলিভারি সম্পন্ন করেছি । আমরা আশাবাদী যে গ্রাহকদের খুব সহজে এবং সাধ্যের মধ্যে তার পছন্দের পারফিউমটি পৌঁছে দেয়ার লক্ষ্যে ইভ্যালি ও ভিনি কসমেটিকস একসাথে কাজ করে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, ক্যাটাগরি হেড নূর জাহান জুঁই এবং ভিনি কসমেটিকস প্রাইভেট লিমিটেড এর চ্যানেল ডেভেলপমেন্ট ব্র্যান্ড এক্টিভেসন ম্যানেজার এসকে রাকিবুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।