আজমিরীগঞ্জে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় টানঠান উত্তেজনা অতিরিক্ত পুলিশ মোতায়েন, অতপর সালিশ
- আপডেট টাইম : ০৫:০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ১৩৩ ৫০০০.০ বার পাঠক
আজমিরীগঞ্জের পশ্চিমবাগ গ্রামে সাবেক চেয়ারম্যান) ও (বর্তমান চেয়ারম্যান) এর মধ্যে টানঠান উত্তেজনা। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। এলাকা জুড়ে আতংক বিরাজ করছে। ভয়ে বাড়ি থেকে গবাদিপশু সহ মালামাল নিরাপদ স্থান ও পার্শবর্তি গ্রামের আত্নীয় বাড়িতে নিয়ে রাখছে। কয়েক জনের সঙ্গে আলোচনা করলে তাহারা জানায় আমরা মালামাল নিরাপদ স্থানে নিয়ে রাখতেছি এই জন্য যে কোনো সময় সংঘর্ষ হয়তে পারে ভয়ানক ভাবে এমন ও পরিস্থিতি হতে পারে সংঘর্ষের পর এলাকা পুরুষ শুন্য হয়ে যেতে পারে। এবং মালামাল লুটপাট হতে পরে। তাই আমরা মালামাল ও গবাদিপশু নিরাপদ স্থানে নিচ্ছি। এলাকা বাসি সূত্রে জানা যায় গত ২৪শে অক্টোবর রোজ মঙ্গলবার পশ্চিমবাগ বাজারে সাবেক চেয়ারম্যান আলী আমজদ তালুকদার , সহ ৭নং ওয়ার্ডের মেম্বার দুলো মিয়া এবং বর্তমান চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদার এর লোকজনের মধ্যে আদিপ্ত বিস্তার নিয়ে তর্ক বির্তক হয়ে হাতাহতির সৃষ্টি হয়।এ সময় আলী আমজদ চেয়ারম্যান ও মেম্বার দুলো মিয়াকে ধাওয়া দিলে তাহরা এক দোকানের ভিতর ঢোকে আন্তরক্ষা করে। এক পর্যায়ে নলিউর চেয়ারম্যান লোকজন না পেয়ে তাদের গাড়ি ভাংচুর করে। এই জের ধরে আজ ২৭শে অক্টোবর রোজ শুক্রবার সারা পশ্চিমবাগ গ্রামে থমথমে অবস্থা বিরাজ করে। এবং আজমিরীগঞ্জ থানায় খবর পেয়ে সেখানে সারা দিন পুলিশ মোতায়ন করা হয় এবং সারা দিন পুলিশ টহল দিতে থাকে। এই অবস্থা দেখে আজমিরীগঞ্জ উপজেলা ও পার্শবর্তি উপজেলা বানিয়াচংয়ের সুশীল সমাজ আওয়ামী লীগের নেতৃবৃন্দ গন বিকাল প্রায় ৪ঘটিকায় শালিশ নিয়ে আসেন এবং শালিশের মধ্যে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এবং আগামী সোমবার বিচারের তারিখ করা হয় এবং উভয় পক্ষে কোন সংঘর্ষে জরাবে না। শালিশের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা সদস্য মোঃ নাজমুল হাসান, আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান সজিব আজমিরীগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, বানিয়াচং উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, বানিয়াচং ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, বানিয়াচং ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়া, বানিয়াচং ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, ৩নং জলসুখা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফয়েজ আহমেদ খেলু মিয়া, ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকায় বিশিষ্ট মুরব্বিরা উপস্থিত ছিলেন । এই নিয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদের সঙ্গে ফোনে আলাপ করলে তিনি জানান সারা দিন এলাকায় থমথমে অবস্থা ছিল সেখানে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ,উপজেলার সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গণ এসে উভয়পক্ষকে শালিশের মাধ্যমে আনা হয়েছে আগামী সোমবার বিচারের সিদ্ধান্ত হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আজমিরীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা দেওয়া রয়েছে।