ঠাকুরগাঁওয়ে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
- আপডেট টাইম : ০৩:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৩৫ ৫০০০.০ বার পাঠক
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
যথাযোগ্য ধর্মীয় উৎসবমুখর পরিবেশে তেল-সিঁদুর পরিয়ে, পান, মিষ্টি মুখে দিয়ে দুর্গাকে বিদায় জানাতে ঠাকুরগাঁওয়ে বিসর্জন ঘাট ভিড় করে ভক্ত ও অনুরাগীরা। বিসর্জন দেওয়া হয় ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পাশে টাঙন নদের ঘাটে।
মঙ্গলবার সকাল ৮ টা ৫০ মিনিটে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য। এ প্রবৃত্তিগুলোকে বিসর্জন দিয়ে একে অন্যের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করাই এ আয়োজনের উদ্দেশ্য।
ঠাকুরগাঁও জেলায় এবার ৪৭৮টি মন্ডপে পালিত হয়েছে শারদীয় দুর্গোৎসব এবং সারাদেশে মন্ডপের পরিমাণ ছিল ৪০ হাজার। মন্ডপগুলোতে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি লাগানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা।
পাঁচ দিনব্যাপী এই উৎসবে আজ বিজয়া দশমীর দিনে ভক্তরা নেচে-গেয়ে, ঢাকঢোল ও কাঁসর বাজিয়ে বিদায় জানান দেবী দুর্গাকে। একইসঙ্গে শুরু হয় সামনের বছরে দেবী দুর্গার আগমনের জন্য ভক্ত-পুণ্যার্থীদের অপেক্ষা।