পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

- আপডেট টাইম : ০২:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ৩৮৭ ১৫০০০.০ বার পাঠক
আবদুল্লাহ আল সুমন বিশেষ প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ রেজা বসুনিয়া নামে বিআরটিএ অফিসের কর্মকর্তা নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার গুয়াগা এলাকায় প্রাইভেট কারের চাঁকা বিকল হলে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাইভেট কার যোগে রানীশংকৈল উপজেলায় নানির বাড়িতে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ তার প্রাইভেট কারের সামনের চাঁকা বিকল হয়ে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পরে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ওই কর্মকর্তা।
মাসুদ রেজা নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড নতুন বাবু পাড়া গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে । নিহত মাসুদ রেজা নীলফামারী জেলার বিআরটিএ অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে মাসুদ রেজা নীলফামারির বিআরটিএ অফিসের কর্মকর্তা ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সেই গাড়িতে আগের দুজন ছিল তারাও কিছুটা আহত হয়েছে। গাড়িটি থানায় আনা হয়েছে।