ফিলিস্তিনের অবৈধ ইসরাইলির আগ্রাসন ও নিরীহ মুসলমানদের হত্যার প্রতিবাদে হোমনায় বিক্ষোভ মিছিল

- আপডেট টাইম : ১১:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ১৬০ ৫০০০.০ বার পাঠক
: কুমিল্লার হোমনায় ফিলিস্তিনের গাজায় অবৈধ ইসরাইলির আগ্রাসন ও নিরীহ মুসলমানদের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ই অক্টোবর হোমনা উপজেলা উলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে হোমনা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শাইখুল হাদীম মুফতী নুরুজ্জামান এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা তাইজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মোতালিব খান,হাফেজ মাওলানা ইব্রাহিম, মাওলানা ইসমাঈল, মাওলানা রহমত উল্লাহ আশেকী,মাওলানা ইউসুফ, মাওলানা নূর মোহাম্মদ সজিব,মাওলানা আ: আজিজ,মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা জহিরুল ইসলাম প্রমূখ
এসময় বক্তারা তাদের বক্তব্যে দাবী জানিয়ে বলেন অবিলম্বে ইজরাইলী হামলা বন্ধ করতে হবে, ফিলিস্তিনি বন্ধীদের নিরশর্তে মুক্তি করতে হবে এবং ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ থেকে সাময়িক ও আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে।
বিক্ষোভ প্রতিবাদ মিছিলে স্লোগান দেন বিশ্বের মুসলিম এক হও, গাজা স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীন হোক, আল আক্বসা আমাদের, সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইল নিপাত যাক এবং ইসরাইলি পন্য বয়কট সহ এসব শ্লোগানে বিক্ষোভ ও সমাবেশ করেছে তাওহীদ জনতা। এতে উপজেলার আলেম ওলামাসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করে