দুমকিতে নৌকাসহ ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
- আপডেট টাইম : ০৩:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ১৭০ ৫০০০.০ বার পাঠক
পটুয়াখালীর পায়রা নদীতে মা-ইলিশ সংরক্ষণে দিনভর অভিযান চালিয়ে দুটি জেলে নৌকাসহ ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার ভোর সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার পায়রা নদীর লেবুখালী, আলগি ও রাজগঞ্জ এলাকায় একটানা বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।
তবে অভিযানের ট্রলার দেখে আগেভাগেই নৌকা ও জাল ফেলে পালিয়ে যাওয়ায় অভিযুক্ত জেলেদের কাউকে আটক করা যায়নি।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম ও দুমকি থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী জেলেদের কোনো ছাড় দেওয়া হবে না। আগামী ২ নভেম্বর পর্যন্ত আমরা নদীতে আছি। ইলিশ শিকারে নামলেই জেল, জরিমানার পাশাপাশি নৌকা জাল বাজেয়াপ্ত করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি সার্বক্ষণিক পুলিশ, কোস্ট গার্ডের লাগাতার অভিযান চলবে।