ইহুদিদের আগ্রাসনের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ
- আপডেট টাইম : ১০:২৩:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৫৩ ৫০০০.০ বার পাঠক
ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার, হত্যা, বোমা হামলাসহ আগ্রাসনকারি ইহুদিদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের তৌহিদী জনতার মুসলমানেরা।
বিক্ষোভে এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে বৃদ্ধরা, অবলা নারীরা, অবুঝ শিশুরা কঠোরভাবে নির্যাতিত হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। এই জালেমরা মায়ের কোল থেকে শিশুকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না। পৃথিবীর বুকে এই ইহুদীরা হল সবচেয়ে ঘৃণিত, নিকৃষ্ট এবং মানবাধিকার লংঘনকারী।
ইহুদিদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা আরো বলেন পৃথিবীর বুকে কোন মুসলমানের উপরে অত্যাচার করা হলে বাংলাদেশের কোন মুসলমান বরদাস্ত করবে না। আমরা দুই শতকোটি মুসলমান একটা করে পাথরের টুকরা ফেললে একটি পাহাড় গড়া যায়। আমরা মুসলমানেরা একসাথে একটু করে পানি মারলেও ইহুদিরা ভেসে বিলিন হয়ে যাবে। সময় হয়েছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই ইহুদিদের বিষ দাঁত ভেঙে দেওয়ার।
জাতিসংঘের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, সারা বিশ্বে মুসলমানদের প্রতি অত্যাচার বন্ধ করা হোক। ফিলিস্তিনি মুসলমানদের অন্যায় ভাবে হত্যা, বোমা হামলা সহ নানা আগ্রাসন বন্ধ করা হোক তা না হলে সারা বিশ্বের মুসলমানেরা চুপ করে থাকবে না।
এ বিক্ষোভ সমাবেশে তৌহিদী সকল স্তরের মুসলমানেরা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।