রাজশাহীতে বাংলাদেশে সরকারি কলেজে কর্মরত বেসরকারী কর্মচারীদের কর্ম বিরতি
- আপডেট টাইম : ০২:৪৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১০৪ ৫০০০.০ বার পাঠক
সোমবার (১৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে তিন দফা দাবিতে রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ এই কর্ম বিরতি পালন করেন। চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও বহু দিন যাবৎ অস্থায়ী ভাবে কর্মরতদের ব্যতিরেখে নতুন নিয়োগ বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী নিউ গভ:ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীবৃন্দ।
তিন দফা দাবিতে তারা জানান
১। সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।
২। চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতনের স্কেল অনুযায়ী বেতনাদি প্রদান করতে হবে।
৩। বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যতি রেখে নতুন নিয়োগ বন্ধ করতে হবে ও কর্মরতদের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করতে হবে।
সরকারি কলেজগুলোয় আনুমানিক মাত্র ৫ শতাংশ কর্মচারী সরকারিভাবে এবং ৯৫ শতাংশ কর্মচারী বেসরকারিভাবে কর্মরত আছে। তাই বেসরকারি কর্মচারীদের নিয়োগের তারিখ থেকে চাকরি স্থায়ী করে রাজস্ব খাতে স্থানান্তর ও চাকরি স্থায়ী করা আগে পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
দেশের প্রায় ৩৩২টি সরকারি কলেজ ও তিনটি মাদ্রাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির বেসরকারি কর্মচারীরা অধ্যক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ১০ থেকে ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত।
তাদের মাসিক বেতন ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই অল্প বেতন দিয়ে জীবন-যাপন করা খুবই কষ্টের বলে জানান তারা।