গোবিন্দগঞ্জে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ, উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৬:২৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ১৪৯ ৫০০০.০ বার পাঠক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে গণসংযোগ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।
উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ১০ হাজার সমর্থক গণ সংযোগে অংশ নেয়। সোমবার (১৫ অক্টোবর ) বিকাল থেকে সন্ধা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ড জনসাধারনের মাঝে তুলে ধরেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ প্রধানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বাগত জানান এবং তার প্রতি সমর্থন পুনঃব্যক্ত করেন। জয়বাংলা স্লোগানে স্লোগানে মার্কেট প্রাঙ্গণ ও সড়কগুলো মুখরিত হয়ে ওঠে। সাধারণ ভোটাররা আব্দুল লতিফ প্রধানকে গোবিন্দগঞ্জ আসনে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চায় বলে স্লোগান দিতে থাকেন।
উপজেলা আওয়ামী লীগের তৃনমুলের নেতাকর্মীরা তাদের বক্তব্যে এ আসনে জননেতা আব্দুল লতিফ প্রধানকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানান। এসময় সংক্ষিপ্ত বক্তব্য অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহিনুর রহমান তানজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম তুহিন প্রমুখ।
গণসংযোগের সময় তার সঙ্গে ছিলেন সহ সর্বস্তরের জনসাধারণ।