ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব এর সভাপতি হাবিবুর, সাধারণ সম্পাদক তানিম
- আপডেট টাইম : ০৫:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ২২৯ ৫০০০.০ বার পাঠক
ভৈরবে ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব এর চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকাল ১১ টায় ভৈরব বাজার এলাকায় ভেনিস বাংলা রেস্টুরেন্টের হল রুমে এই কমিটি গঠন করা হয়। উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে নব গঠিত কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিরন মোঃ তানিম,সিনিয়র সহ-সভাপতি মাজহার সুজন, সহসভাপতি মুশতাক আহমেদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন কে নির্বাচিত করা হয়।উক্ত কমিটি জানুয়ারির ১ তারিখ হইতে দায়িত্বভার গ্রহণ করবেন।
সম্মেলনে ভৈরবে ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব এর বিগত কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এবি ব্যাংক এর ইভিপি নজরুল ইসলাম আপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ফারুক আহমেদ রাসেল, ভৈরবে ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব এর সাবেক সাধারণ সম্পাদক জাবেদ ওমর কবির এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভৈরবে ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব সদস্য রুহুল আমিন, মোস্তাক আহম্মেদ, হযরত আলী,
মো. ইমরান হোসেন, মোজাম্মেল হক শিশির, ফুরকান, আরেফিন, ইয়াছিনসহ ভৈরবে ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব এর, সকল সদস্যবৃন্দ।আলোচনা সভায় সাবেক সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্য বক্তারা বলেন সংগঠনের কার্যক্রমকে আরও বেগমান করার তাগিদ দেন। একে অপরের প্রতি আন্তরিকতার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। সেই সাথে সংগঠনের কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষদের বিভিন্নভাবে সহায়তা ও দরিদ্র শিক্ষার্থীদের সহযোগীতাসহ সামাজিক সকল কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য ভৈরবে ব্যাংকার্স এসোসিয়েশন অব ভৈরব এর সকল সদস্যদের প্রতি আহ্বান জানান।