আজমিরীগঞ্জ থানার ওসি’র সঙ্গে আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট টাইম : ০৪:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৩৫৭ ৫০০০.০ বার পাঠক
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ ডালিম আহম্মদ এর আমন্ত্রণে আজমিরীগঞ্জ মডেল প্রেসক্লাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ই অক্টোবর রোজ শুক্রবার রাত ৮ ঘটিকার সময় আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আজমিগঞ্জ মডেল প্রেসক্লাবের এর সভাপতি মোঃ আশিকুর রহমান জাতীয় দৈনিক আলোকিত সকাল ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার আজমিরীগঞ্জ প্রতিনিধি , সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন জাতীয় দৈনিক সকালের ডাক আজমিরীগঞ্জ প্রতিনিধি, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন মিয়া দৈনিক লোকালয় বার্তা স্টাফ রিপোর্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জামিনুল ইসলাম ই প্রেস নিউজ বিশেষ প্রতিনিধি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আংগুর মিয়া দৈনিক সময়ের কন্ঠ আজমিরীগঞ্জ প্রতিনিধি, মোঃ হাবিবুর রহমান সময় বার্তা,সাহিত্য বিষয়ক সম্পাদক রামকৃষ্ণ তালুকদার জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি ও হবিগঞ্জ সময় আজমিরীগঞ্জ প্রতিনিধি, মামুন রহমান জয় ও নিপেশ চন্দ্র দাস প্রমুখ।
এ সময় সংগঠনের সদস্যরা সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে নবনিযুক্ত ওসি ডালিম আহম্মদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। সাংবাদিকরা সমাজের জন্য কাজ করেন কলম দিয়ে আমরা কাজ করি অশ্র দিয়ে, পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের বন্ধু। আর জনগণের বন্ধু হিসেবে আমি কাজ করতে চাই। এ ক্ষেত্রে চাই সকলের সহযোগিতা বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।