ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
- আপডেট টাইম : ০৪:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ২৩৪ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর নিয়ামতপুরে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট (৭০ পিস) সহ সফিকুল ইসলাম ওরফে শহিদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২ টার সময় উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর কলেজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নওগাঁ জেলার মান্দা উপজেলার চককেশব গ্রামের সহর আলী প্রামানিকের ছেলে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই অরুফ কুমার সাহা ও এ এস আই আকবুল সহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শহিদকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।