প্রতারণা চক্র এক মহিলা ১৮ বছর বিবাহ বন্ধন হয় ১০ বছর পূর্বে স্বামীকে তালাক দেয়

- আপডেট টাইম : ০৭:৪৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৩৬৯ ১৫০০০.০ বার পাঠক
কিশোরগঞ্জ জেলা কুরিয়ারচর থানা বড়চর গ্রাম মেয়েটির নাম মোছাঃ নিয়াশা আক্তার পিতা মোঃ জামাল উদ্দিন গ্রাম রামদী থানা কুলিয়ার চর জেলা কিশোরগঞ্জ ৮/০২/০৫ ইং সালে মুসলিম সরা মতে নিকাহ্ নামা হয় যাহার রেজিঃ নং ৪৪মুলে স্বামী মোঃ আলমগীর পিতা মোঃ বাদশা মিয়া গ্রাম বড়চর থানা কুলিয়ার চর জেলা কিশোরগঞ্জে সরে জমিতে গিয়ে দেখা যায় তাদের বিবাহ হয় ৪/০২/০৫ইং সালে কিন্তু বিবাহ বিচ্ছেদ হয় ,১৬।০৮ ।২০১৩ ইং তারিখে , জীবন যাপন করেছে দীর্ঘ ১৮ বছর, কিন্তু ১০ বছর পর ওই মহিলা গেছে স্বামীর অজান্তে ১০ বছর পূর্বে তালাক দিয়ে সংসার করে আসতেছে। এলাকাবাসী সুষ্ঠু বিচারের দাবি জানাই।