চট্টগ্রামের আনোয়ারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

- আপডেট টাইম : ০৮:৫৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ২৫৮ ১৫০০০.০ বার পাঠক
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পিএবি সড়কে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার ১১অক্টোবর ২০২৩ সকালে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেইট এলাকার পিএবি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অজ্ঞাত মহিলার বয়স আনুমানিক (২৫)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিএবি সড়কের পাশে অজ্ঞাত এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা আনোয়ারা থানা পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রাস্তায় পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল আহমেদ বলেন, সংবাদ অবহিত হয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।