ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
মোংলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফি গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা থেকে অজ্ঞতনামা (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ দুই জামায়াতকর্মী হত্যার মূলহোতা মানিক শতকোটি টাকার মালিক নজরুল ইসলাম মানিক মাগুরায় শিশু ধর্ষণ: প্রধান আসামি হিটু শেখ ৭ দিনের রিমান্ডে ভাঙ্গুড়ায় মোড়ক জাত করে নিম্নমানের ঘি বাজারে সয়লাব ঐতিহ্যবাহী কালিয়াকৈর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২০২৫ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীকে ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ, অভিযুক্ত ধর্ষককে গণ ধোলাই পবিত্র মাহে রমজানে নগরজুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর ডমিনেশন পেট্রোলিং ও আইনশৃঙ্খলা তদারকি গাজীপুরের কাশিমপুর থেকে হেরোইনহ মোহাম্মদ আলী নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ

পরিবার পরিকল্পনা ক্যাডারের পদ বেড়ে তিনগুণ

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / ৩৬৫ ৫০০০.০ বার পাঠক

স্টাফ রিপোর্টার।।

পরিবার পরিকল্পনা ক্যাডারের পদ সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ, ২০২০’ সংশোধন করে পদসংখ্যা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত আদেশ জারি করা হয়েছে।

সংশোধিত আদেশ অনুযায়ী, এখন পরিবার পরিকল্পনা ক্যাডারের মোট পদ সংখ্যা হলো এক হাজার ৭২৩টি। আগে এই সংখ্যা ছিল ৬০৩টি।

আদেশে পদের সংখ্যা ও শ্রেণি-বিন্যাসের তফসিল পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিলে একটি মহাপরিচালক, ৫টি পরিচালক (সাধারণ), ২টি পরিচালক-কারিগরি (মেডিকেল), ৭০টি উপ-পরিচালক (সাধারণ), ২টি উপ-পরিচালক-কারিগরি (মেডিকেল), ১৬টি সহকারী পরিচালক (সাধারণ), ৪টি সহকারী পরিচালক-কারিগরি (মেডিকেল), ৫০টি সহকারী পরিচালক ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন-কারিগরি (মেডিকেল), একটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কেন্দ্র-কারিগরি (মেডিকেল)-এর অধ্যক্ষ পদ রয়েছে।

এছাড়াও অন্যান্য পদের মধ্যে রয়েছে- পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাধারণ) ৪৮০টি, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কেন্দ্র-কারিগরি (মেডিকেল)-এর প্রভাষক একটি।

মেডিকেল অফিসার (ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ-ফ্যামিলি প্ল্যানিং/ক্লিনিক/ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন/পরিবার কল্যাণ/অবস/গাইনি এনেসথেসিয়া/পেডিয়াট্রিক), মহিলা সহকারী সার্জন, সহকারী সার্জন, মেডিকেল অফিসার বা সমমান কারিগরি-কারিগরি (মেডিকেল)-এর পদ এক হাজার ৬০টি।

এছাড়া ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদের (সাধারণ) মধ্যে ৭টি উপ-পরিচালক, একটি সহকারী পরিচালক এবং ২৩টি পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন।

আগের আদেশ অনুযায়ী পরিবার পরিকল্পনা ক্যাডারের মোট পদ সংখ্যা ছিল ৬০৩টি। এর মধ্যে একটি মহাপরিচালক, ৫টি পরিচালক, ৭০টি উপ-পরিচালক, ১৬টি সহকারী পরিচালক এবং ৪৮০টি পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ছিল।

ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদের মধ্যে ৭টি উপ-পরিচালক, একটি সহকারী পরিচালক এবং ২৩টি পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ছিল।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পরিবার পরিকল্পনা ক্যাডারের পদ বেড়ে তিনগুণ

আপডেট টাইম : ১০:০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১

স্টাফ রিপোর্টার।।

পরিবার পরিকল্পনা ক্যাডারের পদ সংখ্যা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (পরিবার পরিকল্পনা) গঠন ও ক্যাডার আদেশ, ২০২০’ সংশোধন করে পদসংখ্যা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশোধিত আদেশ জারি করা হয়েছে।

সংশোধিত আদেশ অনুযায়ী, এখন পরিবার পরিকল্পনা ক্যাডারের মোট পদ সংখ্যা হলো এক হাজার ৭২৩টি। আগে এই সংখ্যা ছিল ৬০৩টি।

আদেশে পদের সংখ্যা ও শ্রেণি-বিন্যাসের তফসিল পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিলে একটি মহাপরিচালক, ৫টি পরিচালক (সাধারণ), ২টি পরিচালক-কারিগরি (মেডিকেল), ৭০টি উপ-পরিচালক (সাধারণ), ২টি উপ-পরিচালক-কারিগরি (মেডিকেল), ১৬টি সহকারী পরিচালক (সাধারণ), ৪টি সহকারী পরিচালক-কারিগরি (মেডিকেল), ৫০টি সহকারী পরিচালক ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন-কারিগরি (মেডিকেল), একটি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কেন্দ্র-কারিগরি (মেডিকেল)-এর অধ্যক্ষ পদ রয়েছে।

এছাড়াও অন্যান্য পদের মধ্যে রয়েছে- পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাধারণ) ৪৮০টি, পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ কেন্দ্র-কারিগরি (মেডিকেল)-এর প্রভাষক একটি।

মেডিকেল অফিসার (ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ-ফ্যামিলি প্ল্যানিং/ক্লিনিক/ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন/পরিবার কল্যাণ/অবস/গাইনি এনেসথেসিয়া/পেডিয়াট্রিক), মহিলা সহকারী সার্জন, সহকারী সার্জন, মেডিকেল অফিসার বা সমমান কারিগরি-কারিগরি (মেডিকেল)-এর পদ এক হাজার ৬০টি।

এছাড়া ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদের (সাধারণ) মধ্যে ৭টি উপ-পরিচালক, একটি সহকারী পরিচালক এবং ২৩টি পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন।

আগের আদেশ অনুযায়ী পরিবার পরিকল্পনা ক্যাডারের মোট পদ সংখ্যা ছিল ৬০৩টি। এর মধ্যে একটি মহাপরিচালক, ৫টি পরিচালক, ৭০টি উপ-পরিচালক, ১৬টি সহকারী পরিচালক এবং ৪৮০টি পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ছিল।

ছুটি, প্রেষণ ও প্রশিক্ষণের বিপরীতে সংরক্ষিত পদের মধ্যে ৭টি উপ-পরিচালক, একটি সহকারী পরিচালক এবং ২৩টি পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ ছিল।