১৩৭ রানে হারিয়ে পর সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না
- আপডেট টাইম : ০২:৪৯:৩২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ৯৯ ৫০০০.০ বার পাঠক
ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানে হারের পর অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ‘আমাদের ভেঙে পড়লে চলবে না।’
মঙ্গলবার ভারতের ধর্মশালায় টস হেরে ৩৬৪ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। টাগের্ট তাড়ায় ৪৯ রানের ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ।
ওপেনার লিটন কুমার দাস ৭৬ ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম ৫১ আর তাওহিদ হৃদয় ৩৯ রান করে করায় শেষ পর্যন্ত ৪৮.২ ওভারে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
১৩৭ রানে হারের পর অধিনায়ক সাকিব বলেন, ‘টসে জিতেছিলাম। আজকের আবহাওয়া কিছুটা ঠান্ডা ছিল। আগের রাতে বৃষ্টির কারণেই হয়তো। আমাদের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইংল্যান্ড এমন একটা দল, যাদের একটু সুযোগ দিলেই আপনার ওপর চেপে বসবে। যদিও আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে।’
সাকিব আরও বলেন, ‘শুরুতে ৪ উইকেট পড়ে গেলে ৩৫০ রান তাড়া করা সম্ভব নয়। আমরা দশ ওভারের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিলাম।’
বাংলাদেশ দলের অধিনায়ক আরও বলেন, ‘আমাদের ভালো একটা পরিকল্পনা তো ছিলই। কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা হয়েছে খাপছাড়া। শুরুতে যখন বোলিং করছিলাম, প্রথম ৬ ওভার বল সুইং করছিল, এর পরপরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ইংল্যান্ডের হাতে। রানটা যদি ৩২০-৩৩০ হতো, তাও একটা সুযোগ ছিল।’
সাকিব বলেন, ‘বিশ্বকাপ লম্বা একটা টুর্নামেন্ট। আমাদের সামনে আরও ৭টি ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।’