পুলিশ অভিযানে চার নারী সহ ১৪ জন আটক
- আপডেট টাইম : ০৫:২৫:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ১৫৮ ৫০০০.০ বার পাঠক
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চার নারীসহ ১৪ জনকে আটক করেছে।
রোববার (৮ অক্টোবর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়।
নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে তাদেরকে আটক করেন।
আটকরা হলেন, অর্থজারী মামলার সাজাপ্রাপ্ত আসামি মহাদেবপুর উপজেলা সদরের মৃত তমিজ উদ্দিনের ছেলে আবদুল আজিজ, মহাদেবপুর থানার মামলার আসামি হাতুড় ইউনিয়নের মহিষবাথান বামনদহ গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম, ভীমপুর ইউনিয়নের চকরাজা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে হোসেন আলী ও এনায়েতপুর ইউনিয়নের দেবরপুর গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে শহিদুল ইসলাম।
এ ছাড়া আদালতের গ্রেপ্তারি পরোয়ানমূলে মহাদেবপুর মধ্যবাজারের বাবলু হোসেনের ছেলে পাপ্পু হোসেন, ভীমপুর ইউনিয়নের পাতনা গ্রামের মৃত ফুলজানের ছেলে আফজাল হোসেন ও আফজাল হোসেনের ছেলে মিন্টু ওরফে পিন্টু, এনায়েতপুর ইউনিয়নের গাড়ুয়া পূর্বপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মজির উদ্দিন, কালুশহর গ্রামের নাসির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম, চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামের সুনীল পাহানের ছেলে সুমন্ত পাহান, উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া গ্রামের মৃত খয়বর আলীর স্ত্রী দেলোয়ারা বেওয়া, পাতনা গ্রামের আফজাল হোসেনের স্ত্রী মিনা বেগম, বেলঘরিয়া গ্রামের নিতাই চন্দ্রের স্ত্রী শ্রীমতি শর্মা রাণী ও নারায়ন চন্দ্রের স্ত্রী শ্রীমতি আদরী রাণী।###