ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫
সংবাদ শিরোনাম ::
মতিঝিল উত্তর থানা জামায়াত কর্তৃক সেহরি ও ইফতার ফুড প্যাকেট উপহার প্রদান জামায়াতে ইসলামী শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসেবে মূল্যায়ন করে – ডা. শফিকুর রহমান ৩ বছর পর পরাজিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ নিখোঁজ আনোয়ার হোসেন শিকদার কে ফিরে পেতে সংবাদ সম্মেলন আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে- কী বলছেন ড. ইউনূস আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত, জানালেন উপদেষ্টা আসিফ বিসিবির ১৮তম সভা আজ, জানা যাবে সিমন্সের ভাগ্য নতি স্বীকার জেলেনস্কির, জানালেন চুক্তি সইয়ে প্রস্তুত ইউক্রেন অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বকতিয়ার আহম্মেদ এর পদত্যাগ ও অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন ক্রমান্বয়ে দেশের মানুষ জামায়াতের ব্যাপারে আশাবাদী হয়ে উঠছে –রুহুল আমিন ভুইঁয়া

দশ বছরেও ভাগ্য পরিবর্তন হলোনা নদী পারের মানুষের

আবু তারেক গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : ১১:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
  • / ১৩৪ ৫০০০.০ বার পাঠক

বছর আসে বছর যায় কিন্তু আমাদের ভাগ্যর পরিবর্তন হয় না বললেন গোবিন্দগঞ্জের পৌর এলাকার খলসি গ্রামের নদী পারের মানুষ। তারা বলছেন দশ বছরে আমাদের এ গ্রামটি নদী গর্ভে বিলিন হয়েছে কোন বাধ সংস্কার করা হয়নি। এলাকাবাসী বলছেন আমাদের ভাগ্য ভালো কারন গত তিন বছরে বড় কোন বন্যা হয়নি। গত তিন বছর যদি বড় কোন বন্যা হতো তাহলে এ অংশের নদী ঢাকা-রংপুর মহাসড়ক গ্রাস করতো। এ কারনে মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। সৃষ্টিকর্তা এবং সরকার ছাড়া আমাদের কেউ নেই তারা চাইলে আমাদের এ বাধটি মেরামত হতে পারে। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। এখানে ঝড়ঝঞ্জা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। নদীভাঙ্গন ও তেমনি একটি প্রাকৃতিক দুর্যোগ। গবেষণায় দেখা যায়, বাংলাদেশের প্লাবন ভূমির প্রায় ৫ ভাগ এর দ্বারা প্রভাবিত হয়। নদীতে যখন প্রচন্ড ¯্রােত থাকে তখন এসব ঢেউ দুই পাড়ের ক্ষয় ঘটায়। ফলে নদী পাড়ের মাটি সাধারণত দুর্বল হয়ে যায় এবং ক্ষতিগ্রস্থ হয়। প্রতি বছর বর্ষার শুরু হতে শেষ পর্যন্ত নদীভাঙন চলতেই থাকে।

নির্বাচন এলে অনেক নেতাই প্রতিশ্রতি দেয় কিন্তু কোন কাজ হয়না। এভাবেই চলে যায় বছর পেরিয়ে যুগ কিন্তু এ বাঁধের কোন কাজ হয় না। আমরা বিভিন্ন মিডিয়া ও পেপার পত্রিকায় শুনি বন্যা আসলে বাধ নিয়ন্ত্রনে কাজ করে সরকার কিন্তু আমাদের খলসি থেকে হাওয়া খানা পর্যন্ত কোন কাজ করতে দেখলাম না কোন দিন। পৌর সভার ২,৪নং ওয়ার্ডের আওতাভুক্ত এ অঞ্চলটির মানুষ নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে টিকে আছে। বাধ না থাকায় প্রতি বছর বন্যায় করাল গ্রাসে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বসতভিটা,সরকরী স্থাপনা,মসজিদ,মাদ্রাসা,মন্দির শসান,ব্রীজ সহ নানা স্থাপনা রয়েছে হুমকির মুখে। বন্যার সময় সনাতন ধর্মালম্বীর কোন মানুষের মৃত্যু হলে শসানে সৎকার্য করা অসম্ভব হয়ে পরে। তাই নদী পারের এমানুষ এ বাঁধটি দ্রæত সংস্কার করে স্থায়ী সমাধানের আশা তাদের।
এ বিষয়ে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজিক্টে(এলজিএসপি) সিসি বেøাক দিয়ে একশত দশ কোটি টাকা ব্যয়ে প্রটেকশন ওয়াল এর প্রস্তাবনা দেওয়া আছে। সেটি বর্তমান বিশ্বের বৈশিক অর্থনৈতিক সংকটের কারনে বাস্তবায়ন হয়নি তবে সংকট কেটে গেলে এটি বাস্তবায়ন হবে। এ প্রটেকশন ওয়ালটি নির্মান হলে নদীতীর বর্তী মানুষের নদী ভাঙ্গনের যে সমস্যা সেটি থাকবে না।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দশ বছরেও ভাগ্য পরিবর্তন হলোনা নদী পারের মানুষের

আপডেট টাইম : ১১:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

বছর আসে বছর যায় কিন্তু আমাদের ভাগ্যর পরিবর্তন হয় না বললেন গোবিন্দগঞ্জের পৌর এলাকার খলসি গ্রামের নদী পারের মানুষ। তারা বলছেন দশ বছরে আমাদের এ গ্রামটি নদী গর্ভে বিলিন হয়েছে কোন বাধ সংস্কার করা হয়নি। এলাকাবাসী বলছেন আমাদের ভাগ্য ভালো কারন গত তিন বছরে বড় কোন বন্যা হয়নি। গত তিন বছর যদি বড় কোন বন্যা হতো তাহলে এ অংশের নদী ঢাকা-রংপুর মহাসড়ক গ্রাস করতো। এ কারনে মহান সৃষ্টি কর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তারা। সৃষ্টিকর্তা এবং সরকার ছাড়া আমাদের কেউ নেই তারা চাইলে আমাদের এ বাধটি মেরামত হতে পারে। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। এখানে ঝড়ঝঞ্জা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। নদীভাঙ্গন ও তেমনি একটি প্রাকৃতিক দুর্যোগ। গবেষণায় দেখা যায়, বাংলাদেশের প্লাবন ভূমির প্রায় ৫ ভাগ এর দ্বারা প্রভাবিত হয়। নদীতে যখন প্রচন্ড ¯্রােত থাকে তখন এসব ঢেউ দুই পাড়ের ক্ষয় ঘটায়। ফলে নদী পাড়ের মাটি সাধারণত দুর্বল হয়ে যায় এবং ক্ষতিগ্রস্থ হয়। প্রতি বছর বর্ষার শুরু হতে শেষ পর্যন্ত নদীভাঙন চলতেই থাকে।

নির্বাচন এলে অনেক নেতাই প্রতিশ্রতি দেয় কিন্তু কোন কাজ হয়না। এভাবেই চলে যায় বছর পেরিয়ে যুগ কিন্তু এ বাঁধের কোন কাজ হয় না। আমরা বিভিন্ন মিডিয়া ও পেপার পত্রিকায় শুনি বন্যা আসলে বাধ নিয়ন্ত্রনে কাজ করে সরকার কিন্তু আমাদের খলসি থেকে হাওয়া খানা পর্যন্ত কোন কাজ করতে দেখলাম না কোন দিন। পৌর সভার ২,৪নং ওয়ার্ডের আওতাভুক্ত এ অঞ্চলটির মানুষ নদী ভাঙ্গনের সাথে যুদ্ধ করে টিকে আছে। বাধ না থাকায় প্রতি বছর বন্যায় করাল গ্রাসে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বসতভিটা,সরকরী স্থাপনা,মসজিদ,মাদ্রাসা,মন্দির শসান,ব্রীজ সহ নানা স্থাপনা রয়েছে হুমকির মুখে। বন্যার সময় সনাতন ধর্মালম্বীর কোন মানুষের মৃত্যু হলে শসানে সৎকার্য করা অসম্ভব হয়ে পরে। তাই নদী পারের এমানুষ এ বাঁধটি দ্রæত সংস্কার করে স্থায়ী সমাধানের আশা তাদের।
এ বিষয়ে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি বলেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজিক্টে(এলজিএসপি) সিসি বেøাক দিয়ে একশত দশ কোটি টাকা ব্যয়ে প্রটেকশন ওয়াল এর প্রস্তাবনা দেওয়া আছে। সেটি বর্তমান বিশ্বের বৈশিক অর্থনৈতিক সংকটের কারনে বাস্তবায়ন হয়নি তবে সংকট কেটে গেলে এটি বাস্তবায়ন হবে। এ প্রটেকশন ওয়ালটি নির্মান হলে নদীতীর বর্তী মানুষের নদী ভাঙ্গনের যে সমস্যা সেটি থাকবে না।