৯৯৯ নম্বরে ফোনকল পেয়ে বাসায় আটকে পরা শিশু উদ্ধার।
- আপডেট টাইম : ০৩:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ১৭৬ ৫০০০.০ বার পাঠক
সোমবার, ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় পটুয়াখালী পৌরসভাস্থ (৪নং ওয়ার্ড) শান্তিবাগ থেকে তুষার নামে একজন ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান তার বাসার গৃহকর্মীর তিন বছর বয়সী শিশু সন্তান ঘরের ভেতর থেকে ছিটকিনি আটকে দরজা বন্ধ করে দিয়ে এখন খুলতে পারছে না। তারা অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারেননি। শিশুটি ঘরের ভেতর থেকে ভয়ে কান্নাকাটি করছে। এ অবস্থায় তিনি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. আশরাফুল ইসলাম। কনস্টেবল আশরাফ তাৎক্ষণিকভাবে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মো. সজীব মিয়া উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
সংবাদ পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে ‘হাইড্রলিক স্প্রেডারের’ সাহায্যে দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে।
পটুয়াখালী ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্ব দেওয়া ফিরোজ আহমেদ দৈনিক সময়ের কন্ঠ প্রতিবেদক’কে এ বিষয়ে নিশ্চিত করেন।