ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
সংবাদ শিরোনাম ::
নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে পার্বতীপুরে সেচ মৌসুম গভীর নলকূপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিপাকে কৃষকরা মোংলায় ফ্যামিলি সাইকেল র‍্যালি নরসিংদীতে বজ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু জামালপুরে ধানের বাজার মধ্যস্বত্বভোগীরদের দখলে রানীশংকৈলে জিপিএ—৫ পাওয়া ৪ শিক্ষার্থীর স্বপ্ন পূরণের বাধা অর্থিক সংকট কালিয়াকৈরে এক নারী মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উৎযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে হারানো টাকা মালিকের হাতে ফেরত দিয়ে দিষ্টান্ত স্হাপন করলো পুলিশ ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন কতৃক মসজিদ পরিস্কার অভিযান

রাজধানী কাকরাইল রাজউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ

রাজধানীর কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা-৯৪ নং আবাসিক ভবন রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ।

রাজধানী ঢাকায় হিড়িক পড়েছে। যততত্র গড়ে উঠছে অট্টালিকা। মানা হচ্ছে না উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম-নীতিমালা। এক্ষেত্রে স্বেচ্ছাচারী ভূমির মালিকরা। আরো বেপরোয়া ডেভেলপার কোম্পানিগুলো। নিয়ম-বহির্ভূত এ কাজে নেপথ্যে থেকে সহায়তা করেন কিছু অসাধু কর্মকর্তা। তাদের পেছনে কিছু অর্থ খরচ করেই বাড়ির মালিক ও নির্মাতারা শাহেনশাহ বনে যান; কারণ কলকাটি নাড়ান ওই অসাধু কর্মকর্তারা। এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি থাকে নামমাত্র। ফলে, ইচ্ছাধীন ভবন নির্মাণ করায় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে। নির্মাণ অবস্থায় অনেক ভবন হেলে পড়ছে। কিংবা নির্মাণের পর পরই ধসে পড়ছে কিছু ভবন। এর ধারাবাহিকতায় রাজধানী কাকরাইল রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ কাকরাইল আগু্রাগলি এলাকায় মজুমদার ভিলা-৯৪ নং আবাসিক ভবনটি । উক্ত বিষয়টি অবগতির প্রসঙ্গে গত ২৯-০৩-২০২৩ ইং তারিখে আব্দুর রহমান নামক ব্যক্তি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন,কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা-৯৪ নং আবাসিক ভবনটি রাজউক এর নকশা বহির্ভুতভাবে নির্মাণ করা হয়েছে এই আবাসিক ভবনটি রাজউকের ৮ তলার অনুমোদন থাকলে মালিক কর্তৃপক্ষ বারো তলা নির্মাণ করেছেন এছাড়াও ভবনটির নিচের তলায় একটি টি,এন,টি এক্সচেঞ্জ এর অফিস ভাড়া দেওয়া হয়েছে যা আবাসিক ভবন এবং বসবাসরত সকল মানুষের জন্য মারাত্মক ঝুঁকি বহন করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা ভবনে স্থানীয় বসবাসরত ক্রয় সূত্রে ফ্লাটের মালিকদের , ভবনটিতে বসবাসরত বাসিন্দাদের পক্ষে আব্দুর রহমান রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। এবং গণমাধ্যম কর্মীদের বলেন এই ভবনে ৩০ টি ফ্লাট রয়েছে এর মধ্যে ১৫ টি বৈধ ফ্লাট বিক্রি করেছেন। ক্রেতা মালিক পক্ষ হলেন(১)এডভোকেট ইব্রাহিম মোল্লা(২)প্রফেসর তাইজুল ইসলাম
(৩) এস কে মজিবুর রহমান (৪)আমিনুল ইসলাম
(৫) ডিজি তাইজুল ইসলাম ((৬)শওকত
(৭) স্বপন
(৮)বিগেডিয়ার রফিকুল ইসলাম
(৯)বিপ্লব নক্তি
(১০) বিমল নক্তি গং ফ্লাট মালিকরা বলেন উল্লেখিত মজুমদার ভিলায় মোট (৩০)টি ফ্লাট রয়েছে এর মধ্যে (১৫) টি ফ্লাট ৮ তলা ভবন থাকা অবস্থায় আমরা ফ্ল্যাট ক্রয় করেছি পরবর্তীতে ভবন মালিক অনিয়মের মধ্য দিয়ে আরো চার তলা নির্মাণ করেছেন আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করিতেছি এবং আতঙ্কের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতেছি ।এ বিষয়ে ভবন মালিক মজুমদার এর মুঠো ফোনে কথা বললে তিনি বলেন আমি আবাসিক ভবন ১২ তলা নির্মাণ করেছি কিন্তু রাজউকের কর্মকর্তাদের সাথে কথা বলে ও তাদের পরামর্শ অনুযায়ী ১২ তলা ভবন নির্মাণ করা হয়েছে ।

আরো খবর.......

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন পরিবেশবান্ধব আসবাবপত্র তৈরি হচ্ছে পরিত্যক্ত সুপারির খোলসে

রাজধানী কাকরাইল রাজউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ

আপডেট টাইম : ১০:১৩:১৯ পূর্বাহ্ণ, সোমবার, ২ অক্টোবর ২০২৩

রাজধানীর কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা-৯৪ নং আবাসিক ভবন রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ।

রাজধানী ঢাকায় হিড়িক পড়েছে। যততত্র গড়ে উঠছে অট্টালিকা। মানা হচ্ছে না উন্নয়ন কর্তৃপক্ষের নিয়ম-নীতিমালা। এক্ষেত্রে স্বেচ্ছাচারী ভূমির মালিকরা। আরো বেপরোয়া ডেভেলপার কোম্পানিগুলো। নিয়ম-বহির্ভূত এ কাজে নেপথ্যে থেকে সহায়তা করেন কিছু অসাধু কর্মকর্তা। তাদের পেছনে কিছু অর্থ খরচ করেই বাড়ির মালিক ও নির্মাতারা শাহেনশাহ বনে যান; কারণ কলকাটি নাড়ান ওই অসাধু কর্মকর্তারা। এক্ষেত্রে কর্তৃপক্ষের তদারকি থাকে নামমাত্র। ফলে, ইচ্ছাধীন ভবন নির্মাণ করায় দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে যাচ্ছে। নির্মাণ অবস্থায় অনেক ভবন হেলে পড়ছে। কিংবা নির্মাণের পর পরই ধসে পড়ছে কিছু ভবন। এর ধারাবাহিকতায় রাজধানী কাকরাইল রাজুউক এর নকশা না মেনে বহুতল ভবন নির্মাণ কাকরাইল আগু্রাগলি এলাকায় মজুমদার ভিলা-৯৪ নং আবাসিক ভবনটি । উক্ত বিষয়টি অবগতির প্রসঙ্গে গত ২৯-০৩-২০২৩ ইং তারিখে আব্দুর রহমান নামক ব্যক্তি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন,কাকরাইল আগুরাগলি এলাকায় মজুমদার ভিলা-৯৪ নং আবাসিক ভবনটি রাজউক এর নকশা বহির্ভুতভাবে নির্মাণ করা হয়েছে এই আবাসিক ভবনটি রাজউকের ৮ তলার অনুমোদন থাকলে মালিক কর্তৃপক্ষ বারো তলা নির্মাণ করেছেন এছাড়াও ভবনটির নিচের তলায় একটি টি,এন,টি এক্সচেঞ্জ এর অফিস ভাড়া দেওয়া হয়েছে যা আবাসিক ভবন এবং বসবাসরত সকল মানুষের জন্য মারাত্মক ঝুঁকি বহন করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা ভবনে স্থানীয় বসবাসরত ক্রয় সূত্রে ফ্লাটের মালিকদের , ভবনটিতে বসবাসরত বাসিন্দাদের পক্ষে আব্দুর রহমান রাজউক চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ করেন। এবং গণমাধ্যম কর্মীদের বলেন এই ভবনে ৩০ টি ফ্লাট রয়েছে এর মধ্যে ১৫ টি বৈধ ফ্লাট বিক্রি করেছেন। ক্রেতা মালিক পক্ষ হলেন(১)এডভোকেট ইব্রাহিম মোল্লা(২)প্রফেসর তাইজুল ইসলাম
(৩) এস কে মজিবুর রহমান (৪)আমিনুল ইসলাম
(৫) ডিজি তাইজুল ইসলাম ((৬)শওকত
(৭) স্বপন
(৮)বিগেডিয়ার রফিকুল ইসলাম
(৯)বিপ্লব নক্তি
(১০) বিমল নক্তি গং ফ্লাট মালিকরা বলেন উল্লেখিত মজুমদার ভিলায় মোট (৩০)টি ফ্লাট রয়েছে এর মধ্যে (১৫) টি ফ্লাট ৮ তলা ভবন থাকা অবস্থায় আমরা ফ্ল্যাট ক্রয় করেছি পরবর্তীতে ভবন মালিক অনিয়মের মধ্য দিয়ে আরো চার তলা নির্মাণ করেছেন আমরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে বসবাস করিতেছি এবং আতঙ্কের মধ্য দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করতেছি ।এ বিষয়ে ভবন মালিক মজুমদার এর মুঠো ফোনে কথা বললে তিনি বলেন আমি আবাসিক ভবন ১২ তলা নির্মাণ করেছি কিন্তু রাজউকের কর্মকর্তাদের সাথে কথা বলে ও তাদের পরামর্শ অনুযায়ী ১২ তলা ভবন নির্মাণ করা হয়েছে ।